শাবকদের নিয়ে রেললাইন পেরোতে গিয়ে বিপত্তি, মালগাড়ির ধাক্কায় কাটা পড়ল তিনটি হাতি

শাবকদের নিয়ে রেললাইন পেরোতে গিয়ে বিপত্তি, মালগাড়ির ধাক্কায় কাটা পড়ল তিনটি হাতি

three elephant

কোচবিহার: শিলিগুড়িগামী মালগাড়ির ধাক্কায় কাটা পড়ল শাবক-সহ তিনটি হাতি৷ সোমবার সকালে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ায় ঘটনাটি ঘটেছে। বন দফতর সূত্রে জানা যাচ্ছে, সোমবার সকাল ৭টা ২০ মিনিট নাগাদ রাজাভাতখাওয়ার শিকারি গেট এলাকা দিয়ে একটি মালগাড়ি যাচ্ছিল। ওই সময়ই রেললাইন পেরচ্ছিল হাতির দল৷ মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিনটি হাতির। হাতির মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে আসে রেল এবং বন দফতরের পদস্থকর্তারা। দুর্ঘটনার পরই ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷  ট্রেনের ধাক্কায় ফের হাতি মৃত্যুর ঘটনায় চিন্তায় পড়েছে বন দফতর।

আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতম এ প্রসঙ্গে বলেন, ‘‘সোমবার সকাল ৭টা ২০ নাগাদ রাজাভাতখাওয়া এবং কালচিনি সেকশনের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে। একটি মালগাড়ির ধাক্কায় তিনটি হাতি কাটা পড়েছে৷ আমাদের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়েছেন। বন আধিকারিকদেরও খবর দেওয়া হয়। ট্রেনের চালক এবং ডিউটিতে থাকা কর্মীদের মেডিক্যাল পরীক্ষা হচ্ছে। তাঁরা নেশাগ্রস্ত ছিলেন কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রায় তিন ঘণ্টার বেশি এই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seven =