শুধু ‘খেলা’ নয়, এবার পুরস্কার দেওয়ার ঘোষণা মমতার, চাইলেন তালিকা

শুধু ‘খেলা’ নয়, এবার পুরস্কার দেওয়ার ঘোষণা মমতার, চাইলেন তালিকা

ঠাকুরচক:  ভোট ময়দানে নেমে ‘খেলা’র ডাক আগেই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেছেন, খেলা তো হবেই৷ মেয়েরা হাতা, খুন্তি, বটি হাতে খেলবে৷ ছেলেরাও বিজেপি’কে বোল্ড আউট করবে৷ তবে আজ শুধু খেলার ডাক নয়৷ ঠাকুরচকের জনসভা থেকে করলেন পুরস্কার দেওয়ার ঘোষণা৷ 

আরও পড়ুন-  কিছু বিভীষণ, মীরজাফর আছে! চড় মেরে সাফাই দিলেন বাবুল

সোমবার নন্দীগ্রামের ঠাকুরচকের সভা থেকে দলনেত্রী বলেন, তৃণমূল যখন চারাগাছ ছিল, তখন আমরা সেটাকে পাহার দিয়ে রেখেছি৷ সিপিএমের সমস্ত অত্যাচারের হাত থেকে রক্ষা করেছি৷ আজ তৃণমূল বটবৃক্ষ হয়ে গিয়েছে৷ মানুষের মাথার উপর ছাতা হয়ে গিয়েছে৷ তৃণমূলকে সরানো অত সহজ নয়৷ সেই সঙ্গে অধিকারী পরিবারকে একহাত নিয়ে বলেন, গদ্দাররা বলছে, তাঁরা নাকি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে ছিল৷ তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে আমি এই দলের চেয়ারম্যান৷ কন্টাইতে ১৯৯৮ সালের ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছিল৷ আর ফেব্রুয়ারি মাসে ভোটে কন্টাই থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন অখিল গিড়ি৷ সেই সময় গদ্দাররা কংগ্রেস করতেন৷ ওঁনারা তৃতীয় হয়েছিলেন৷ তৃণমূল দ্বিতীয় হয়েছিল৷ আর ভোট দখল করে প্রথম হয়েছিল সিপিএম৷ তাই তৃণমূলের জন্মের সময় ওঁনারা ছিলেন না৷ 

আরও পড়ুন- নিমতার বৃদ্ধা মৃত্যুতে তৃণমূলকে বিঁধে অমিত শাহের টুইট, পাল্টা আক্রমণ মমতার

নাম না করেই অধিকারী পরিবারকে বিঁধে তৃণমূল সুপ্রিমো আরও বলেন, সিপিএমের হার্মাদদের হাত থেকে রক্ষা করতে কংগ্রেস থেকে বেরিয়ে এই তৃণমূল কংগ্রেস গঠন করেছিলাম৷ তৃণমূল ক্ষমতায় আসার আগে ওঁনারা দুই তিনবার হেরেছিলেন৷ আমরা ক্ষমতার আসার পর ওঁনারা জিততে শুরু করেন৷ আর এখন পুনর্মুষিকভবন হচ্ছে৷ একদিন না ঘরকা, না ঘাটকা হয়ে যাবে৷ মমতা বলেন, আমি নন্দীগ্রাম থেকে লড়ছি৷ আমি গণতন্ত্রে বিশ্বাসী৷ আমি মানুষের কাছে ছুটে আসছি৷ আর ওঁরা বাইরে থেকে গুণ্ডা আনছে৷ কাঁথিতে উত্তরপ্রদেশের ২০ জন গুণ্ডা ধরা পড়েছে৷ নন্দীগ্রাম তো বটেই ১ এপ্রিল যেকটি আসনে ভোট আছে, সেই সব কটি আসনে সতর্ক থাকতে হবে৷ কোন গুণ্ডারা টাকা দিচ্ছে, কোন গুণ্ডারা হামলা করছে, ধরে দিতে পারলে আমি তাঁদের পুরষ্কৃত করব৷ তাঁদের নামের তালিকা করে পুরস্কার দেওয়া হবে৷ স্থানীয় নেতাদের সেই তালিকা তৈরির দায়িত্বও দেন তিনি৷ তাঁর কথায়, এর জন্য মা–বোনেদেরও সজাগ থাকতে হবে৷ জেগে উঠতে হবে৷      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + six =