এই দ্বীপ শুধুই মহিলাদের, দ্বীপতটে নাচ-গান-গাঁজায় ‘স্বর্গসুখ’ পুরুষতন্ত্রের আড়ালে!

এই দ্বীপ শুধুই মহিলাদের, দ্বীপতটে নাচ-গান-গাঁজায় ‘স্বর্গসুখ’ পুরুষতন্ত্রের আড়ালে!

ফিনলান্ড: মহিলাদের জন্য আস্ত ট্রেন হোক কিংবা ট্রেনের কামরা৷ বাসে উঠলে সংরক্ষিত লেডিস সিট, এসব তো জানা কথা৷ কিন্তু তা বলে আস্ত একটা দ্বীপ! হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ মেয়েদের জন্য ফিনল্যান্ডে সংরক্ষিত রয়েছে সুপারশি নামে একটি চমৎকার দ্বীপ৷ যেখানে পুরুষ প্রবেশাধিকার নৈব নৈব চ৷ বলা ভালো সুপারশি নারীদের স্বর্গরাজ্য৷ যার পরতে পরতে রয়েছে বিলাসিতার ছোঁয়া৷

সুপারশি সোসাইটির সদর দফতর অবস্থিত ওই দ্বীপে৷ বাল্টিক সমুদ্র তটে অবস্থিত এই বেসরকারি দ্বীপটি৷ প্রতিদিন নানাবিধ কার্যকলাপ চলে এই সাগরপাড়ের এই নারী সাম্রাজ্যে৷ যোগা, মেডিটেশন, কুকিং ক্লাস, ফিটনেস ক্লাস সহ আরও অনেক কিছু৷ বাল্টিক সৈকতে সূর্যের তাপে নিজেদের সিক্ত করতে করতেই গড়ে ওঠে তাঁদের মেলবন্ধন৷

একে অপরের সঙ্গে ভাগ করে নেয় তাঁদের চিন্তাধারা৷ ৮.৪ একর জমির উপর গড়ে উঠেছে সুপারশি৷ এই দ্বীপের উপর রয়েছে ১০ জন থাকার ব্যবস্থাযুক্ত বাড়ি, ৪টি নতুন কেবিন, অত্যাধুনিক স্পা-সহ বিভিন্ন সুযোগ সুবিধা৷ সুপারশি আলোচিত হয়েছে ভোগের মতো ম্যাগাজিনেও৷

সুপারশি’র সামার ক্যাম্পে রয়েছে ঘোড় সওয়ারি, সাঁতার এবং নাচের সুযোগ৷ সুযোগ রয়েছে গাঁজায় টান দেওয়ারও ব্যবস্থা৷ নিজের বান্ধবী হোক বা বোন, পুরুষতান্ত্রিক সমাজকে গুডবাই জানিয়ে চলে আসতেই পারেন সুপারশি’র দুনিয়ায়৷ ‘পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে থাকে, তবে তা এখানেই আছে, এখানেই আছে এবং এখানেই আছে৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 3 =