বাংলায় তৃতীয় করোনা আক্রান্তের হদিস, সংক্রমণ সন্দেহ প্রৌঢ়ের

বাংলায় তৃতীয় করোনা আক্রান্তের হদিস, সংক্রমণ সন্দেহ প্রৌঢ়ের

কলকাতা:   করোনা সন্দেহে আনন্দপুরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধের নমুনা পরীক্ষার রিপোর্ট ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ সম্প্রতি তিনি আগ্রা থেকে কলকাতায় ফিরেছেন৷ তাঁর বিদেশ যাত্রার কোনও ইতিহাস না থাকলেও নমুনা রিপোর্ট ঘিরে সন্দেহে রয়েছেন বেলাঘাটা নাইসেড কর্তৃপক্ষ৷ মনে করা হচ্ছে, তিনি কোনও করোনা আক্রান্তের সংস্পর্শে এসে প্রভাবিত হয়েছেন৷ নমুনা রিপোর্টে এমনই আশঙ্কা করছেন নাইসেড কর্তৃপক্ষ৷

অন্যদিকে, আজ সকালে বিদেশ ফেরত হাবড়ার এক তরুণীর শরীরে করোনা ধরা পড়েছে৷ আপাতত তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ কলকাতার পর এই প্রথম উত্তর ২৪ পরগনা জেলায় স্কটল্যান্ড ফেরত বাঙালি তরুণীর শরীরে মিলেছে করোনা৷ এই নিয়ে বাংলায় তিন জনের দেহে পাওয়া গিয়েছে করোনা৷ তিন জনের মধ্যে দুই যুবক বিলেত ফেরত৷ তৃতীয় তরুণী স্কটল্যান্ড ফেরত৷
অন্যদিকে, আনন্দপুরে বেসরকারি হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি বৃদ্ধের নমুনা রিপোর্ট ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ পরে, তাঁর নমুনা পাঠানো হয় এসএসকেএমে৷

সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালে রিপোর্ট ‘পজিটিভ’ হয়েছে৷ রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর ফের নমুনা পরীক্ষার জন্য বেলেঘাটা নাইসেডে পাঠানো হয়৷ সাইসেড কর্তৃপক্ষ সেই নমুনা সংগ্রহ করে৷ নাইসেডের চোখেও সন্দেহভাজন বলে মনে হয়৷ তাঁদের কাছেও নমুনা অস্বাভাবিক লেগেছে৷ ঠিক কোথায় সন্দেহ? নাইসেড সূত্রে খবর, ওই নমুনা নেগেটিভ আসেনি৷ মাঝামাঝি অবস্থায় একটি রিপোর্ট দেখে চমকে যান নাইসেড কর্তৃপক্ষ৷ নমুনা দেখে তাঁরা কোনও সিদ্ধান্তে আসতে পারেননি৷ পরে ফের আনন্দপুরে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নতুন করে নমুনা চেয়ে পাঠানো হয়েছে৷ নতুন নমুনা আসার পর করা হবে পরীক্ষা৷ নাইসেডের আশঙ্কা, ওই বৃদ্ধির শরীরের আগে এই ভাইরাস বাসা বাঁধেনি৷ তিনি কোনও আক্রান্তের থেকে সংক্রমিত হয়ে থাকতে পারেন৷ তবে, এখনও তা স্পষ্ট নয়৷ তৃতীয়বার নমুনা পরীক্ষার পর জানা যাবে, রিপোর্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 8 =