এই সব সরকারি প্রকল্পে বিনিয়োগ করলে সত্যিই ‘ডবল’ হবে টাকা, জানেন কোন কোন প্রকল্প?

এই সব সরকারি প্রকল্পে বিনিয়োগ করলে সত্যিই ‘ডবল’ হবে টাকা, জানেন কোন কোন প্রকল্প?

3 stocks recomended

কলকাতা: ভবিষ্যতের জন্য সঞ্চয় অত্যন্ত আবশ্যক৷ কিন্তু, কোন খাতে বিনিয়োগ করবেন, তা নিয়ে অনেকেই সংশয়ে থাকে। কারণ শুধু আর্থিক সঞ্চয়ই যথেষ্ট নয়, সেই ফান্ড বৃদ্ধি করাটাও জরুরি। এক্ষেত্রে বিনিয়োগের সবথেকে ভাল বিকল্প হতে পারে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। এমন কিছু সরকারি প্রকল্প রয়েছে, যেখানে বিনিয়োগ করে আপনি নিশ্চিত রিটার্ন পেতে পারেন।

কিষাণ বিকাশ পত্র-

কিষাণ বিকাশ পত্রের উপর বছরে ৭.৫ শতাংশ হারে সুদ দিয় থাকে পোস্ট অফিস। এই প্রকল্পে টাকা জমালে আপনি কয়েক বছরের মধ্যেই দ্বিগুণ রিটার্ন পেতে পারেন।কিষাণ বিকাশ পত্রের সবচেয়ে বড় সুবিধা হল, এখানে বিনিয়োগের ন্যূনতম অর্থ হল ১০০০ টাকা। আপনি লক্ষাধিক টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। তবে এই প্রকল্পে একবারই বিনিয়োগ করতে পারেন। বারবার কিস্তিতে টাকা দিতে হয় না৷ 

আপনি এই প্রকল্পে যত টাকা বিনিয়োগ করছেন, তা ১১৫ মাস পর দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি কিষাণ বিকাশ পত্রে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে ৯ বছর ৭ মাস পর  ১০ লক্ষ টাকা রিটার্ন পাবেন৷ 

পিপিএফ-
 

আরও একটি সরকারি প্রকল্প হল- পাবলিক প্রফিডেন্ট ফান্ড বা পিপিএফ। এখানে ৭.১ শতাংশ হারে সুদ মিলবে। যাঁরা  দীর্ঘমেয়াদী সঞ্চয় করতে চান, তাঁদের জন্য এই প্রকল্প একেবারে যথাযথ। কর সাশ্রয়ের ক্ষেত্রেও এটি উপকারী। ৭.১ শতাংশ সুদ পেলে আপনার জমা টাকা ১০ বছরেরও কম সময়ে দ্বিগুণ হয়ে যাবে৷ 

সুকন্যা সমৃদ্ধি যোজনা-

মহিলাদের জন্য রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই যোজনায় ৮.২  শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। একই সময়ে, পোস্ট অফিসে তিন বছরের স্থায়ী আমানতে মিলবে ৭.১ শতাংশ সুদ৷ এটি একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প৷ মেয়েদের  শিক্ষা এবং বিয়ের ব্যয় বহনে সহায়তার লক্ষ্যেই সুকন্যা যোজনা চালু করেছে সরকার। এই প্রকল্পে ১০ ​​বছরের কম বয়সী মেয়েদের জন্য টাকা জমানো যায়৷ এখানে বার্ষিক সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =