পোলিও মুক্ত ভারত করোনা রুখতে পারবে, আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দেশ জুড়ে লকডাউন পরিস্থিতি। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের প্রসঙ্গ তুলে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জারি করেছেন লক ডাউন। কিন্তু করোনা মোকাবিলায় লকডাউনই একমাত্র সমাধান নয়, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন হু-এর ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডহানম ঘেব্রেইসাস। তাছাড়া নিয়ম মেনে এগোলে ভারত যে করোনা থেকে মুক্তি পেতে পারে, তাও বলা হয়েছে সংস্থার তরফে।

নয়াদিল্লি: দেশ জুড়ে লকডাউন পরিস্থিতি। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের প্রসঙ্গ তুলে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জারি করেছেন লক ডাউন। কিন্তু করোনা মোকাবিলায় লকডাউনই একমাত্র সমাধান নয়, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন হু-এর ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডহানম ঘেব্রেইসাস। তাছাড়া নিয়ম মেনে এগোলে ভারত যে করোনা থেকে মুক্তি পেতে পারে, তাও বলা হয়েছে সংস্থার তরফে।

রোনা ভাইরাস কোভিড ১৯-এর জেরে ধুঁকছে গোটা বিশ্ব। সেই প্রকোপ পড়ছে ভারতেও। আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। জারি হয়েছে ২১ দিনের লকডাউনও। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, 'ভারতের ক্ষমতা রয়েছে। পদক্ষেপও করছে। দেখে ভাল লাগছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভারত করোনা মোকাবিলার প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করছে। এই উদ্যোগ সমস্যা গুরুতর হওয়ার আগেই তা দমন ও নিয়ন্ত্রণে সহায়তা করবে।' সংস্থার ডিরেক্টর জেনারেল ভারতের উদ্দেশ্যে বলেন, 'সেখানে যখন কেবলমাত্র ৬০৬টি ঘটনা ঘটেছে, তখন গোড়া থেকেই এই ভয়াবহ সমস্যাকে কেটে ফেলা দরকার। তবে আশঙ্কা করেছেন ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডহানম ঘেব্রেইসাস।

শুধুমাত্র লক ডাউন দিয়ে ঠেকানো যাবে না করোনাকে। তাই তিনি বলেন, 'প্রয়োজনীয় ব্যবস্থা ও সুরক্ষার কথা না ভেবে শুধুমাত্র লক ডাউনের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা কঠিন।' এই পরিস্থিতিতে লক ডাউনের পাশাপাশি যা করা উচিত, তিনি সেই বিষয়েও ধারণা দিয়েছেন। তাঁর কথায়, 'করোনায় আক্রান্তদের সন্ধান করার ব্যবস্থা থাকতে হবে। তাছাড়া টেস্ট করানো, প্রয়োজনীয় চিকিত্সা ব্যবস্থা এবং আইসোলেট করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকা জরুরি। এছাড়াও কোয়ারেন্টাইনের উপযুক্ত ব্যবস্থা করতে হবে। এসবের মাধ্যমেই করোনার সমস্যা মোকাবিলা করা যাবে।'

ভারত যে এই সমস্যা মোকাবিলায় সদর্থক ভূমিকা পালন করবে, সেই বিষয়ে আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাইক রিয়ান। তিনি বলেন, 'ভারত পোলিও থেকে মুক্তি পেয়েছে। প্রত্যন্ত গ্রামও পোলিও থেকে রেহাই পেয়েছে। ভারত যদি একইভাবে এই ক্ষেত্রে কাজ করে, নজরদারি ছাড়াও উপযুক্ত স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখে। নিয়মিত এই উদ্যোগ নিলে করোনা থেকে মুক্তি পেতে পারে ভারত।'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 8 =