কলকাতা: তৃণমূলের শহিদ সভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেল থেকেই ভিড়ে ঠাসা ধর্মতলা চত্বর৷ চারিদিকে থিক থিক করছে লোক৷ দূর থেকে আসা কর্মীদের জন্য থাকা খাওয়ার বন্দোবস্তও করা হয়েছে দলের তরফে৷ কোথাও ভাতের সঙ্গে সোয়াবিন এবং ডিম, কোথাও আবার মাংস-ভাত, কোথাও বা পটলের দরমার সঙ্গে ডিম ভাত। এই খবর নজর এড়ায়নি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের। শুক্রবার দুপুরে একটি মামলার শুনানির মাঝে আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘সংবামাধ্যমে ওদের মেনু পড়লাম (২১ জুলাই অনুষ্ঠানে)। আমাদের থেকে ভাল মেনু!’
প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টেও ক্যান্টিন রয়েছে। বিচারপতিদের অনেকেই সেই ক্যান্টিন থেকে খাবার এনে খান। ‘আমাদের মেনু’ বলতে প্রধান বিচারপতি হয়তো সেই ক্যান্টিনের মেনুর কথাই বোঝাতে চেয়েছেন।
২১ জুলাই তৃণমূলের সমাবেশের কারণে আজ অনেকটাই হালকা ছিল হাই কোর্টের কাজ৷ বহু মানুষ এজলাসে আসতে পারেননি৷ হালকা মেজাজেই মেনু নিয়ে কথা তোলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তাঁর মুখে একথা শোনার পর কেন্দ্রের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, ‘এই ধরনের অনুষ্ঠান ছুটির দিন করা ভাল। তাহলে মানুষের সুবিধা হয়।’
এ কথা শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি৷ তিনি বলেন, ‘তাহলে কি সব স্কুল বন্ধ!’ সেই সময় এজলাসে উপস্থিত ছিলেন বিজেপির নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। তিনি আদালতকে জানান, ‘না, অনেক স্কুলে পরীক্ষা আছে। তবে রাস্তায় বাসের সংখ্যা কমে যাওয়ায় সমস্যায় পড়েছে পড়ুয়ারা।’’
তবে যাই হোক, প্রধান বিচারপতির মুখে ‘আমাদের থেকে ভাল মেনু’ কথাটা শোনার পর থেকেই আইনজীবীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবি কি হাই কোর্টের মেনুর উপরেও নজর রয়েছে বিচারপতির? এখন হাই কোর্টের মেনুতে বদল আসে কি না, সেটাই দেখা৷ যদিও একাংশের মতে, বিষয়টা সিরিয়াস নয়, সম্ভবত ঠাট্টার ছলেই এ কথা বলেছেন প্রধান বিচারপতি৷