করোনা মুক্ত বাংলা! মমতাকে ফুল মার্কস দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা মুক্ত বাংলা! মমতাকে ফুল মার্কস দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কলকাতা: করোনা এখন মহামারি৷ বাংলায় চালু মহামরি আইন৷ গোটা বিশ্বের সঙ্গে লাফিয়ে বাড়ছে ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা৷ পিছুয়ে নেই বাংলাও৷ করোনা রুখতে ইতিমধ্যেই একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে বাংলা সরকার৷ আগাম সতর্কতামূলক গুচ্ছ পদক্ষে নেওয়ার জন্য এবার মমতা সরকারকে ফুল মার্কস দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

পরিসংখ্যান বলছে, ডিসেম্বরের শেষের দিকে চিনের উহানপ্রদেশে প্রথম করোনা সংক্রমণের কথা জানাজানি হয়৷ সেখান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পরে করোনা৷ ভারতে করোনা ঢুকতে সময় লাগে যায় জানুয়ারির শেষের দিকে৷ কেরলে গত ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনার খোঁজ মেলে৷ তারপর থেকে কেটে গিয়েছে ৪৬ দিন৷ ওই ৪৬দিনে বাংলায় করোনা কোনও প্রভাব পেলেনি৷ গোটা বিশ্বের প্রেক্ষিতে ধরলে টানা ৪৬ দিন বাংলাকে করোনামুক্ত বলে মমতা সরকারকে ফুল মার্কস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ করোনা মোকাবিলায় বাংলার পদক্ষেপ দেখে অত্যন্ত সন্তুষ্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু৷ হু’র পশ্চিমবঙ্গের কো-অর্ডিনেটর ডাঃ প্রীতম রায় সংবাদমাধ্যমে জানিয়েছেন, জেলাস্তর পর্যন্ত আইসোলেশন থেকে শুরু করে কোয়ারেন্টাইন, রোগ পরীক্ষার বিষয়ে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে চলছে বাংলা৷ তাতে প্রশংসা প্রাপ্য৷

সরকারি সূত্রে খবর, এখনও পর্যন্ত বাংলার কোনও বাসিন্দা করোনায় আক্রান্ত হননি৷ দেশের ১৫টি রাজ্যে করোনা সংক্রমণ ধরা পড়লেও এখনও পর্যন্ত করোনামুক্ত বাংলা৷ গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় পৌনে দুই লক্ষের কাছাকাছি৷ মৃত হয়েছে সাড়ে ছয় হাজারের বেশি মানুষের৷ গোটা বিশ্বের অর্ধেকের বেশি অংশ করোনায় গ্রাসে চলে গিয়েছে৷ ১৫৭টি দেশে সংক্রমণ ছড়িয়েছে পড়েছে বলে খবর৷ ভয়াবহ অবস্থা দেখে ইতিমধ্যেই মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 10 =