কলকাতা: এবার ইডি-র নজরে রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর নিয়ন্ত্রণাধীন একটি ট্রাস্ট৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, চাকরি বিক্রির টাকা ঢুকেছে এখানে। ওই ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ লেনেদেনের নথিও পেয়েছেন ইডির আধিকারিকরা। সংশ্লিষ্ট ট্রাস্টের কর্ণধারদের তলব করা হবে বলেও সূত্রের খবর।
নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এই ট্রাস্টের খোঁজ পায় ইডি। দেখা যায়, তার মাথায় রয়েছেন কালীঘাটের কাকুর ঘনিষ্ঠ ব্যক্তিরা। একসময়ে সুজয়কৃষ্ণ নিজেও এই ট্রাস্টের বড় পদে ছিলেন। তিনি সেখান থেকে সরে আসার পরেও নিয়ন্ত্রণ থেকে যায় তাঁরই হাতে। তদন্তকারীরা জানতে পেরেছেন, এই ট্রাস্ট আসলে তৈরি করা হয়েছিল কালো টাকা সাদা করার উদ্দেশে। এই ট্রাস্টের সম্পত্তি অগাধ। সামাজের নামীদামী ব্যক্তিত্ব ও ব্যবসায়ীরা এখানে দান করেছেন। সেই দানের মাধ্যমেই বিপুল পরিমাণ আয়কর ছাড় পেয়েছেন তাঁরা। অন্যদিকে, দান হিসেবে জমা পড়া নগদ ঘুরপথে চলে গিয়েছে অন্য জায়গায়। এই ট্রাস্টের মাধ্যমে ব্যবসায়ীদের কালো টাকা সাদা করা হয়েছে বলে অভিযোগ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>