বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু রহস্যের সমাধানের দাবি তুলল শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় স্টাডি সার্কেল। তাদের দাবি, অবিলম্বে তাঁর মৃত্যু রহস্যের সমাধান করতে কমিশন বসাতে হবে।
শুক্রবার নয়াদিল্লি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে স্টাডি সার্কেলের জাতীয় সভাপতি সুব্রত মুখোপাধ্যায় বলেন, “আজ পর্যন্ত ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু রহস্যের সমাধানে তদন্ত কমিশন বসানো হল না। আমরা কংগ্রেসের থেকে এটা আশা করিনি। ভেবেছিলাম বিজেপি সরকার এসে এটা করবে। কিন্তু তারাও এটা করল না।”
ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্টাডি সার্কেলের দাবি, অপঘাতে মানুষের মৃত্যু হলে তাঁর আত্মার শান্তি হয় না। তার জন্য ক্রিয়া কর্ম করতে হয়। সুব্রত মুখোপাধ্যায়ের বলেন, “আমরা চাই যেখানে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল, সেই জায়গায় ক্রিয়া কর্ম, যজ্ঞ করা হোক।” ড: শ্যামা প্রসাদ মুখোপাধ্যয়কে প্রতীকী আত্মা রথে চাপিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘোরার কর্মসূচিও নিতে চায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ট্রাস্ট। তাঁর মৃত্যুর রহস্য উন্মোচন করতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান সুব্রত মুখোপাধ্যায়।