পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল! টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ

পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল! টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ

পঞ্চায়েতের দিন ঘোষণা হতেই গোষ্ঠীদ্বন্দ্ব কাঁটায় বিদ্ধ তৃণমূল! গাজোলে ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের কোন্দলের ছবি। পঞ্চায়েত নির্বাচনের টিকিট না পাওয়ায় দলীয় কার্যালয়ে ভাংচুরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ভোটের আগে যা অস্বস্তি বাড়িয়েছে জেলা নেতৃত্বের। পঞ্চায়েত নির্বাচনের টিকিট না পাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। জানা গেছে, পঞ্চায়েতের টিকিট না পাওয়ায় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীনেশ টুডুর বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় গাজোল ব্লক যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিক্ষোভের নামে দলীয় কার্যালয়ে রীতিমত তাণ্ডব চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। 

গাজোল ব্লক যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ, যুব তৃণমূল কংগ্রেসের কোনও কর্মীকে পঞ্চায়েতের টিকিট দেওয়া হচ্ছে না। গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু, টাকার বিনিময়ে টিকিট দিচ্ছেন বলেও অভিযোগ তুলেছেন তারা। টিকিট না পেলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে গাজোল যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পাল্টা মুখ খুলেছেন গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু। তার দাবি এখনও পর্যন্ত দলীয় তরফ থেকে কোনও প্রার্থীর নাম ঘোষণা হয়নি। 

এর আগে মালদা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাদেরই দলের নেতারা। অভিযোগ ছিল, তৃণমূলের যে জেলা কমিটি গঠন করা হয়েছে, সেখানে যাদেরকে নেওয়া হয়েছে সেটা টাকার বিনিময়ে। যারা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী তাদেরকে জেলা কমিটিতে স্থান দেওয়া হয়নি। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর এবার প্রকাশ্যে চলে এল গাজোল ব্লক ও যুব তৃণমূলের অন্তর্কলহের ছবি।   

ভোটের মরসুমে শাসক দলের কোন্দলের খবর প্রকাশ্যে আসতেই আসরে নেমেছে বিজেপি। তৃণমূলকে ধান্দাবাজ তোলাবাজের দল বলে কটাক্ষ করে রাজ্য বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। পঞ্চায়েত ভোটের ঠিক আগে টাকার বিনিময়ে প্রার্থী করার অভিযোগ সামনে আসতেই অস্বস্তি বেড়েছে জেলা তৃণমূল নেতৃত্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =