top leadership
নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তব্যে নতুন করে জল্পনা তৈরি হল রাজ্য রাজনীতিতে। মন্ত্রীর অভিযোগ, পশ্চিমবঙ্গে মিড ডে মিল প্রকল্পে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাই এর তদন্ত এগোলেই পশ্চিমবঙ্গের একাধিক নেতা-মন্ত্রী জেলে যাবেন। এতদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন সেই একই কথা শোনা গেল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের গলায়। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কেন্দ্র সিবিআই তদন্তের সুপারিশ করেছে বলে শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবি।
এই পরিস্থিতিতে শুভেন্দুর দাবি আগামী দিনে রাজ্যের বেশ কয়েকজন বিডিও এবং বহু স্কুলের প্রধান শিক্ষক মিড ডে মিলের টাকা অন্য খাতে খরচ করার দায়ে জেলে যাবেন। উল্লেখ্য সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লোকসভায় বলেন, “প্রধানমন্ত্রী পোষণ যোজনায় (মিড ডে মিল) চার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে। সিবিআই তদন্তে সব বেরিয়ে আসবে। গরিবের টাকা লুট করে তৃণমূল রাজনীতি করে। ওদের শিক্ষামন্ত্রী-সহ হাফ ডজন মন্ত্রী জেলে চলে গিয়েছেন। তাই ওঁরা ভয় পাচ্ছেন। খুব তাড়াতাড়ি শীর্ষ নেতৃত্বও জেলে যাবেন।” এখানেই থেমে থাকেননি তিনি। ধর্মেন্দ্র আরও বলেছেন,”কেন্দ্রের কাছ থেকে বাংলার গরিব মানুষের জন্য প্রাপ্য টাকা নিয়ে যায় তৃণমূল। কিন্তু উন্নয়ন না করে তোলাবাজি চলে। আমি লোকসভায় দাঁড়িয়ে অন রেকর্ড দায়িত্ব নিয়ে বলছি মিড ডে মিলে প্রায় চার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। সিবিআই তদন্ত শুরু করেছে। তাড়াতাড়ি সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তাই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব গ্রেফতার হয়ে যেতে পারেন এই ভয় ওরা পেতে শুরু করেছে।”
স্বাভাবিকভাবে কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সদ্য তিনটি রাজ্যে বিপুল জয় পেয়েছে বিজেপি। তবে কী নতুন করে এজেন্সির সক্রিয়তা বাড়বে পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য অ-বিজেপি রাজ্যে? মিড ডে মিল নিয়ে পশ্চিমবঙ্গে তদন্ত হলে কী কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে? যাতে লোকসভা নির্বাচনের আগে নতুন করে চাপে পড়ে যাবে তৃণমূল? বহুদিন ধরে বেশ কিছু দুর্নীতির ঘটনায় বাংলায় তদন্ত করছে সিবিআই ও ইডি। এবার সেই তালিকায় নতুন করে সংযোজন হতে চলেছে মিড ডে মিল প্রকল্প, এমনটাই দাবি রাজ্য বিজেপির। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী যেভাবে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন তাতে বিষয়টি নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে।