বিশ্বদীপ নন্দী: মহামারির জেরে প্রায় তিন মাস ধরে বন্ধ ছিল খেলাধুলো। আঞ্চলিক তো দূর, আন্তর্জাতিক আঙিনার খেলাও স্তব্ধ হয়ে গেছিল। লকডাউন করে অবশেষে ইউরোপে ফুটবল শুরু হয়েছে। কিন্তু অ্যাথলেটিক্স, যোগাসন এবং অন্যান্য ইনডোর ক্রীড়া এখনও বন্ধই। সম্প্রতি বিশ্বজুড়ে অনলাইনেই আয়োজিত হয়েছিল এক যোগাসন প্রতিযোগিতা। সেখানেই দেশের মুখ উজ্জ্বল করল উত্তরবঙ্গের এক কিশোর।
করোনা আবহে যোগাসনকে বাঁচিয়ে রাখতে রাশিয়া থেকে আয়োজিত হয়েছিল প্নলাইন যোগাসন অলিম্পিক। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৩৭তম স্থান পেয়েছে বালুরঘাটের সোমসিন্ধু দত্ত। জানা গেছে, রাশিয়া থেকে অনুষ্ঠিত এই যোগাসন অলিম্পিকে ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন দেশ থেকে প্রায় তিন হাজারের মতো প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। ফেসবুক লাইভ-এর মাধ্যমে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় গোটা বিশ্বের অন্যান্য যোগাসন প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বিশ্বের মধ্যে ৩৭তম স্থান দখল করা যথেষ্ট কৃতিত্বের ব্যাপার। আর সেই কৃতিত্বই অর্জন করল বালুরঘাটের ১৩ বছরের সোমসিন্ধু।
গত জুন মাসের ২৫ তারিখ থেকে জুলাই মাসের ২৫ তারিখ পর্যন্ত একমাস ব্যাপী এই যোগাসন অলিম্পিকে বিভিন্ন পর্যায় পেরিয়ে বালুরঘাটের এই কিশোর ৩৭তম স্থান লাভ করায় খুশি বালুরঘাটের ক্রীড়ামহল। পাশাপাশি জানা গেছে, এই প্রতিযোগিতায় ভাল ফল করায় সোমসিন্ধু আগামী বছর অনুষ্ঠিত হতে চলা ন্যাশনাল যোগাসন প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করার পেয়েছে। ডিজিটাল ফরম্যাটে অনুষ্ঠিত হওয়া যোগাসন অলিম্পিকে কৃতিত্বের সাথে ভালো ফল লাভ করায় খুশি সোমসিন্ধুর বাবা-মা। পাশাপাশি আগামী দিনে আরো ভালো ফল করার জন্য আশা প্রকাশ করেছে প্রতিযোগীটি।