থমকে শিক্ষক নিয়োগ! ১৪০০ শূন্যপদে অপেক্ষায় ৬০০ প্রার্থী! বাড়ছে বেকারত্বের যন্ত্রণা

থমকে শিক্ষক নিয়োগ! ১৪০০ শূন্যপদে অপেক্ষায় ৬০০ প্রার্থী! বাড়ছে বেকারত্বের যন্ত্রণা

কলকাতা:  চার বছর আগে শেষবার শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন৷ কিন্তু নিয়োগ পক্রিয়া এখনও শেষ করে উঠতে পারল না কমিশন৷ দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় স্কুলগুলিতে একাধিক শূন্যপদ তৈরি হয়েছে৷ বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য বলছে, এই দুটি বিষয়ে প্রায় ১৪০০টি পদ ফাঁকা আছে৷ নিয়োগের অপেক্ষায় রয়েছেন ৬০০ জনেরও বেশি প্রার্থী৷ তবুও থমকে ২০১৬-র শিক্ষক নিয়োগ৷

অপেক্ষমান প্রার্থীরা জানান, শূন্যপদে নিয়োগ পক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারের কাছে বারবার আবেদন জানানো হয়েছে৷ গত লোকসভা ভোটের আগে আমরণ অনশনও করেছিলেন তাঁরা৷ এই অনশন অন্দোলনে সামিল হয়েছিলেন নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির ওয়েটিং ক্যানডিডেটরা৷ এক মাস অনশন করার পর তাঁদের আশ্বস্ত করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েই অনশন তুলে নেন ওয়েটিং প্রার্থীরা৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন, অনশন প্রত্যাহার করে নিলে তাঁদের নিয়োগ নিশ্চিত করতে প্রয়োজনে আইন পরিবর্তন করবেন তিনি৷

এর পর প্রতিশ্রুতি রাখতে বিভিন্ন বিষয়ে নবম ও দশম শ্রেণির ১৫১১টি এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ৮০২টি সিট বাড়ানের কথা ঘোষণা করেন৷ কিন্তু শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে চতুর্থ কাউন্সেলিং হওয়া পর্যন্ত একটি সিটও আপডেট হয়নি৷ এমনকী নন-জয়েনিং আসনগুলিরও কোনও আপডেট হয়নি৷ শারীরশিক্ষা ও কর্মশিক্ষার ওয়েটিং ক্যান্ডিডেটদের অবস্থা এখন ভবঘুরেদের মতো৷ শিক্ষা দফতরের বিভিন্ন বিভাগে ঘুরে বেরাচ্ছেন সুখবরের আশায়৷ শিক্ষামন্ত্রী বারবার বলেছিলেন যে কোনও প্রয়োজনে তাঁর সঙ্গে কথা বলতে৷ কিন্তু সবটাই মৌখিক৷ বারবার চেষ্টা করেও ওঁনার অ্যাপয়েন্টমেন্ট মেলেনি৷ এই দুই বিষয়ে প্রার্থীদের ভবিষ্যৎ এখন তাই অনিশ্চিত৷ তাঁদের সঙ্গে দ্বিচারিতা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন ওয়েটিং প্রার্থীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − six =