অস্থায়ী শিক্ষকদের বেতন বাড়াচ্ছে রাজ্য, ১২ হাজার শিক্ষকের কর্মসংস্থান

চলতি বছরের ১ জানুয়ারি থেকে বর্ধিত হারে বেতন পাওয়ার জটিলতাও কাটিয়ে উঠল উচ্চশিক্ষা পর্ষদ। শুক্রবার এক নির্দেশিকা জারি করে বোর্ড, যেখানে অতিথি শিক্ষকদের প্রত্যেককে নিজের কলেজেই নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে।

 

কলকাতা: প্রায় ১২,০০০ অস্থায়ী শিক্ষকদের কর্মসংস্থানের সুযোগ দেখা দিল রাজ্যের কলেজগুলিতে। কয়েকমাস আগে উদ্বৃত্ত প্রায় ৭০০ অতিথি শিক্ষককে অন্যত্র বদলির কথা বলা হয়েছিল। অবশেষে সেই দাবি থেকে সরে এল রাজ্য উচ্চশিক্ষা দফতর, ফলে চাকরি নিশ্চিত হল এ রাজ্যের প্রায় ১২ হাজার কলেজ শিক্ষকের।

 

রাজ্যের কলেজগুলির অতিথি শিক্ষক সম্পর্কিত সমস্যার সমাধান হল বোর্ডের তরফ থেকে। কলেজগুলির অতিরিক্ত ৭০০ অস্থায়ী শিক্ষককে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কলেজ কর্তৃপক্ষ ও অস্থায়ী শিক্ষকদের দাবিতে সাড়া দিয়ে সেই নিদান কার্যকর করা থেকে সরে এল মমতা বন্দ্যোপাধ্যায়ে সরকার। চলতি বছরের ১ জানুয়ারি থেকে বর্ধিত হারে বেতন পাওয়ার জটিলতাও কাটিয়ে উঠল উচ্চশিক্ষা পর্ষদ। শুক্রবার এক নির্দেশিকা জারি করে বোর্ড, যেখানে অতিথি শিক্ষকদের প্রত্যেককে নিজের কলেজেই নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: নবান্নের কোষাগারে সাইবার হানা রুখতে তীক্ষ্ণ হচ্ছে নজরদারি, আসছে নয়া প্রযুক্তি

 

পাশাপাশি যাঁরা উদ্বৃত্ত ছিলেন না, সম্প্রতি তাঁদের এনগেজমেন্ট লেটার দেওয়ার কাজও শেষ হয়েছে। বিগত কয়েক বছরে রাজ্যে প্রায় ৮ হাজার ৫০০ জন অতিথি শিক্ষক প্রতি ক্লাস পিছু ভাতা পেতেন এবং সেই টাকা কলেজগুলির নিজস্ব তহবিল থেকেই দেওয়া হত। ২ হাজার ৯১৬ জন পার্ট টাইমার ভাতা পেতেন প্রায় ১৯ হাজার টাকা করে। প্রায় ৫০০ চুক্তিভিত্তিক শিক্ষক পেতেন ২৫ হাজার টাকা। এবার থেকে সেই সমস্ত শিক্ষকদের সাম্মানিক বেতন দেবে রাজ্য সরকার৷

আরও পড়ুন: BREAKING: ২৫ টাকায় আলু বেচবে রাজ্য, ৫ দিনের মধ্যে দাম কমানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

 

অভিজ্ঞতার ভিত্তিতে এদের স্যাক্ট (স্টেট এডেড কলেজ টিচার্স)-১ এবং স্যাক্ট-২ ক্যাটিগরিতে ভাগ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, স্যাক্টদের বেতন ন্যূনতম ২০ হাজার টাকা। ইউজিসির যোগ্যতামান না থাকা, ১০ বছরের কম অভিজ্ঞতাপূর্ণ শিক্ষকরা সেই বেতন পাবেন। যোগ্যতামান থাকলে সেটাই হয়ে দাঁড়াবে ২৫ হাজার টাকা। ১০ বছরের পুরনো, ইউজিসির যোগ্যতামান পেরনো শিক্ষকরা ৩৫ হাজার টাকা করে পাবেন এবং ১০ বছরের বেশি অভিজ্ঞ কিন্তু ইউজিসির যোগ্যতামান না থাকা শিক্ষকরা সেক্ষেত্রে পাবেন ৩১ হাজার টাকা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + two =