কলকাতা: আলুর দাম বাড়ায় ভর্তুকি দিতে এগিয়ে এল রাজ্য সরকার। রাজ্যের কৃষি বিপণন দফতরের সুফল বাংলা স্টল থেকে বর্তমানে জ্যোতি আলু বিক্রি করা হচ্ছে। দফতরকে এই আলু কিনতে হচ্ছে প্রতি কেজি ২৭ টাকা ২০ পয়সায়। সেখানে সুফল বাংলা স্টল থেকে ২৫ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি করা হচ্ছে। অর্থাৎ প্রতি কেজিতে সরকার ২ টাকা ২০ পয়সা ভর্তুকি দিচ্ছে। যদিও খোলা বাজারে ৩২-৪০ টাকায় বিক্রি হচ্ছে আলু৷ খোলা বাজারে কেন সরকার ভর্তুকি দিচ্ছে না? প্রশ্ন তুলছেন আমজমতা৷
আগেও যখন আলুর দাম বেড়েছিল তখনও সুফল বাংলার স্টল থেকে ভর্তুকি দিয়ে আলু বিক্রি করা হয়েছিল। আগের বছর অত্যধিক মাত্রায় পেঁয়াজের মূল্য বৃদ্ধি ঘটেছিল। পেঁয়াজের দাম যখন বাজারে ১০০ টাকা প্রতি কিলোগ্রাম হয়ে গিয়েছিল তখন সুফল বাংলা স্টোর থেকে মাত্র ৫৯ টাকায় পেঁয়াজ বিক্রি করেছিল রাজ্য সরকার। কলকাতা ও আশপাশের অঞ্চল মিলিয়ে বর্তমানে প্রায় ২৫০টিরও বেশি স্টোর রয়েছে সুফল বাংলার। এখন বাজারে জ্যোতি আলুর দাম ৩২ টাকা। সেক্ষেত্রে স্বাভাবিক ভাবেই সুফল বাংলার স্টলে ভিড় বাড়ছে। যদিও এই স্টল থেকে মাথাপিছু ৩কেজি করে আলু বিক্রি করা হচ্ছে।
ব্যবসায়ীরা প্রথমে সুফল বাংলার স্টলের জন্য ২৩ টাকা কেজি আলু পাঠাবেন বলেছিলেন। সিঙ্গুরে এই দামে আলু কিছুদিন বিক্রি হয়েছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি আলু ব্যবসায়ীদের তরফে জানানো হয়েছিল, কলকাতার পাইকারি বাজারেও কিছু পরিমাণ আলু পৌঁছে দেওয়া হবে বিনা পরিবহন খরচে। কিন্তু বর্তমানে তা হচ্ছেনা। ভাল মানের আলুর দাম এখন ২৬ টাকা প্রতি কেজি। অন্যদিকে, এখন পেঁয়াজের দামও বেড়েছে। বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম এখন ৩৫ থেকে ৪০ টাকার কাছাকাছি। সেই কারণে সুফল বাংলার স্টলেও পেঁয়াজের দাম কিছুটা বাড়ানো হয়েছে। এখানে পেঁয়াজের দাম ৩০ থেকে ৩২ টাকা নেওয়া হচ্ছে৷ যদিও বাজারে বাড়েই চলছে আলুর দাম৷ পাইকারি বাজারে বস্তায় ৫০ টাকা করে দাম বেড়েছে৷ খোলা বাজারে ৩২ থেকে ৪০ টাকা দরে আলু বিক্রি হচ্ছে৷ পাইকারি বাজারে আলুর বস্তায় ৫০ টাকা দাম বৃদ্ধি, খোলা বাজারে তার প্রভাব পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে৷