ছুটি চাই না! করোনা বিপদে রাজ্যের পাশে থাকার বার্তা কর্মচারীদের

ছুটি চাই না! করোনা বিপদে রাজ্যের পাশে থাকার বার্তা কর্মচারীদের

cacd651344aaf181e75d35fb84c4f5d5

কলকাতা: করোনা আতঙ্কের জেরে আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলার সমস্ত স্কুল-কেলেজ বন্ধ রাখার নির্দেশ জারি করেছে মুখ্যমন্ত্রীর দপ্তর৷ সংক্রমণ রুখতে ভিড় এড়িয়ে চলারও বার্তা দেওয়া হয়েছে কেন্দ্র ও রাজ্যের তরফে৷ ৫ মিটার দূর থেকে কথা বলাও নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী৷ করোনা নিয়ে বেড়ে চলা আতঙ্ক, বিপত্তি এড়াতে সোমবার থেকে কলকাতা হাইকোর্ট-সহ বাংলার সমস্ত আদালতে কর্মী সংখ্যা অর্ধেক কমিয়ে কাজ চালানোর ঘোষণা করা হয়েছে৷ শুধুমাত্র জরুরি মামলাগুলির শুনানি হবে বলেও জারি হয়েছে বিজ্ঞপ্তি৷ এই পরিস্থিতিতে সরকারি দপ্তর বন্ধ রাখার দাবি উঠছে রাজ্য সরকারি কর্মচারী মহলে৷ কিন্তু, সরকারের বিভিন্ন কাজে মতবিরোধ ভুলে ছুটির দাবি উড়িয়ে সরকারের বিপদে পাশে থাকার বার্তা দিয়েছে সরকারি কর্মচারী সংগঠন৷

বেতন কমিশন থেকে মহার্ঘ ভাতার মতো একাধিক বিষয়টি নিয়ে ক্ষোভ-বিক্ষোভ থাকলেও করোনা মোকাবিলায় এবার সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা দিয়েছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভমেন্ট এমপ্লয়িজ৷ করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা হতেই সরকারি দপ্তরেও ছুটি দেওয়া দাবি উঠতে থাকে৷ ভিড় এড়াতে কর্মী সংখ্যা কমানোর দাবি উঠতে থাকে কর্মচারী মহলে৷ কিন্তু, কর্মচারী-মহল থেকে উঠতে থাকা দাবি উড়িয়ে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন কনফেডারেশন অব স্টেট গভমেন্ট এমপ্লয়িজের (আইএনটিইউসি) সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়৷

কর্মচারীদের উদ্দেশ্যে মলয়বাবুর বার্তা, ‘‘করোনা ঠেকাতে ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজ ছুটি সরকারের উত্তম সিদ্ধান্ত৷ অনেকেই প্রশ্ন তুলছেন, সরকারি দপ্তরগুলি আবার ছুটি ঘোষণা করবে নাতো? আমরা বলি, না৷ তা হয় না৷ হতেই পারে না৷ এক্ষেত্রে সরকারি কর্মীদের দায়িত্ব প্রশাসনকে সাহায্য করা৷ এমন হলে প্রশাসন স্তব্ধ হয়ে যাবে৷ সাধারণ মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে পড়বেন৷ বরং সরকারের উচিত সরকারি কর্মচারীদের পর্যাপ্ত স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা করা৷ যাতে সংক্রমণ ঠেকানো যায়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *