করোনা: বাংলায় সমস্ত স্কুলে ছুটি ঘোষণার প্রস্তুতি! প্রস্তাব গেল মুখ্যমন্ত্রীর দরবারে!

সূত্রের খবর, করোনা মোকাবিলায় স্কুলগুলি বন্ধ রাখার বিষয়ে আলোচনা চালাচ্ছে বিকাশ ভবন৷ শনিবার স্কুল বন্ধের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করল পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ৷

কলকাতা:  বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে করোনা৷ বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ৷ করোনা থাবা বসিয়েছে ভারতেও৷ এই সংক্রমণ থেকে বাঁচতে সরকারের পক্ষ থেকে বারবার সচেতন করা হচ্ছে৷ সাবধানতা অবলম্বন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ রুখতে রাজ্যের সরকারি স্কুলগুলি ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার আর্জি জানাল পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ৷

এদিন সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠান পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক মইদুল ইসলাম৷ ওই চিঠিতে তিনি বলেন, ‘‘আপনি নিশ্চিত ভাবেই অবগত আছেন যে ২০১৯-এর ডিসেম্বর মাসে চিন থেকে আসা করোনা ভাইরাস মহামারীর আকার ধারণ করেছে৷ এশিয়া মহাদেশীয় দেশগুলির পাশাপাশি ইউরোপ, আমেরিকাতেও এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে৷ এখনও পর্যন্ত দু’ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষের৷ ভারতে এখনও পর্যন্ত ৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে দু’জনের৷ কেরল, উত্তরপ্রদেশ ও দিল্লিতে করোনা ভাইরাস মহামারীর রূপ নিয়েছে৷ এই সমস্ত রাজ্যের সরকারি স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট সরকার৷ কী ভাবে করোনা সংক্রমণ থেকে আমরা বাঁচব রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে জনস্বার্থে আপনি সেই বিষয়ে বারবার প্রচার করেছেন৷ সেজন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ৷’’

খুব প্রয়োজন না পড়লে স্কুলে আসার দরকার নেই বলে গতকালই জানিয়েছিল কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের কর্তৃপক্ষ৷ বিভিন্ন স্কুলে করোনা সম্পর্কে সতর্ক করতে তিনটি ভাষাতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে৷ শেখানো হচ্ছে সতর্কতা অবলম্বনের পন্থা৷ সূত্রের খবর, করোনা মোকাবিলায় স্কুলগুলি বন্ধ রাখার বিষয়ে আলোচনা চালাচ্ছে বিকাশ ভবন৷ শনিবার স্কুল বন্ধের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করল পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ৷

এদিন মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে মুক্ত মঞ্চের সম্পাদক আরও বলেন, কী ভাবে সতর্ক থাকা যায় সে বিষয়ে চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছেন৷ বয়স্ক ও শিশুদের মধ্যে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে৷ প্রশাসনের পক্ষ থেকে জমাতেন এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে৷ সতর্কতা অবলম্বনে ১৭ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে আইপিএল৷ এই মহামারী যাতে বাংলায় বিস্তার লাভ না করে, সেই দিকে নজর রেখে ৩১ মার্চ পর্যন্ত স্কুলগুলি বন্ধ রাখার আবেদন জানান মইদুল ইসলাম৷ পাশাপাশি সরকারের পক্ষ থেকে রোগ প্রতিষেধকের ব্যবস্থা ও বিনা পয়সার চিকিৎসা দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − thirteen =