রাজ্যের দায়ের করা DA মামলায় গরহাজির খোদ রাজ্য! তুঙ্গে জল্পনা

রাজ্যের দায়ের করা DA মামলায় গরহাজির খোদ রাজ্য! তুঙ্গে জল্পনা

 

কলকাতা: নতুন বছর থেকে ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা৷ ৩ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ দফতর৷ নতুন বছরে মহার্ঘ ভাতা মিললেও বকেয়া নিয়ে রয়েছে নানান অভিযোগ৷ এবার সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে জোড়া মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা ফের একবার পিছিয়ে গেল খোদ রাজ্যের নয়া অবস্থানের কারণে! 

২০১৯ সালের ডিএ সংক্রান্ত মামলার স্যাটের মূল রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হওয়া মামলার শুনানি ছিল আজ৷ গত ২৩ নভেম্বর আদালত অবমাননা সংক্রান্ত মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের ১৬ ডিসেম্বরের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল৷ কিন্তু, সেই নির্দেশ এখনও কার্যকর হয়নি বলে অভিযোগ৷ আজ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও মামলা দায়ের পর হাইকোর্টে মামলার শুনানিতে গরহাজির খোদ রাজ্য৷ 

রাজ্য সরকারের করা মহার্ঘ ভাতা মামলায় স্বয়ং রাজ্য সরকার গরহাজি! আর তার জেরে হাইকোর্টে  পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি৷ বুধবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ কিন্তু, সরকার পক্ষের কোনও আইনজীবী এজলাসে উপস্থিত ছিলেন না৷ রাজ্যের এডভোকেট জেনারেল, অতিরিক্ত এডভোকেট জেনারেল এবং সরকারি কৌঁসুলি সকলেই অনুপস্থিত ছিলেন ডিএ মামলার শুনানিতে৷ আর তার জেরে মামলা শুনানির জন্য উঠলেও শুনানি গ্রহণ করতে পারলেন না ডিভিশন বেঞ্চ৷ আগামীকাল ফের মামলার শুনানির সম্ভাবনা৷

কলকাতা হাইকোর্টের নির্দেশ পর স্যাটের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা মিটিয়ে দিতে৷ ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার আগে তা মিটিয়ে দিতে হবে৷ কিন্তু, চলতি বছর থেকে ষষ্ঠ বেতন কমিশন হলেও মেলেনি মহার্ঘ ভাতা৷ স্যাটের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার৷ যদিও সেই আর্জি আগেই খারিজ করে দিয়েছিল ট্রাইবুনাল৷ আদালতের নির্দেশ কার্যকর না করার অভিযোগ তুলে অবমাননা সংক্রান্ত মামলায় ধাক্কা খেয়েছিল রাজ্য৷ ওই মামলার শুনানিতে পরে স্যাটের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, ১৬ ডিসেম্বরের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে৷ অভিযোগ, তা এখনও কার্যকর হয়নি৷ স্যাটের মূল মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টে গিয়েছে রাজ্য৷ যদিও, হাইকোর্ট আগেই জানিয়ে দিয়েছে, মহার্ঘ ভাতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্যাট৷ কিন্তু, হাইকোর্টে মামলা দায়ের করেও আজ এসলাসে গরহাজিরা নতুন জল্পনা তৈরি করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − six =