মুখ্যমন্ত্রীকে নিয়ে কার্টুন, প্রাক্তন সেনাকর্মীকে পিঠিয়ে ২৪ ঘণ্টায় জামিনে মুক্ত ৫ শিবসেনা নেতা

কাল সেনাকর্মীকে মারধরের ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়েছিল। মহারাষ্ট্রে ‘গুন্ডারাজ’ চলছে বলে মন্তব্য করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

e35cf3348290725d13f6eaedbdd2e0ab

 

মুম্বই: হোয়াটসঅ্যাপে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে বিরুদ্ধে কার্টুন ফরোয়ার্ডের জেরে শিবসেনা সমর্থকদের হাতে বেধড়ক মার খেতে হয়েছিল এক প্রাক্তন সেনাকর্মীকে। গতকালের এই ঘটনায় নড়েচড়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। শিবসেনা কর্মীদের মারে ডান চোখ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল মদন শর্মা (৬৫) নামে ওই অবসরপ্রাপ্ত সেনাকর্মীর। এই ঘটনায় কমলেশ কদম নামে এক শিবসেনা নেতা ও তার পাঁচ সঙ্গীকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। কিন্তু আজ তাদের সবাইকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে খবর। 

রাতারাতি গ্রেফতার করা ছ’জনের বিরুদ্ধে ওই ঘটনায় এফআইআরও দায়ের করা হয়। তারপরেও এত দ্রুত তাদের কীভাবে ছেড়ে দেওয়া হল তা নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। কাল সেনাকর্মীকে মারধরের ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়েছিল। মহারাষ্ট্রে ‘গুন্ডারাজ’ চলছে বলে মন্তব্য করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তিনি টুইট করে লেখেন, ‘অত্যন্ত বিস্ময়কর এবং দুঃখজনক ঘটনা। স্রেফ একটা মেসেজ ফরোয়ার্ড করার প্রাক্তন নৌসেনা কর্মীকে গুন্ডাদের হাতে মার খেতে হল। মাননীয় উদ্ধব ঠাকরেজি, দয়া করে এই গুন্ডারাজ বন্ধ করুন। আমরা কড়া পদক্ষেপ এবং গুন্ডাদের কঠোর শাস্তি চাই।’

কিন্তু শাস্তি তো দূর, ২৪ ঘণ্টা হওয়ার আগেই জামিনে ছাড়া পেয়ে গেল ছয় শিবসেনা কর্মী। য়াক্রান্ত সেনাকর্মীর কন্যা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর বাবাকে আক্রমণ করেছিল আট থেকে ১০ জন। সেনাকর্মীটি নিজে জানান, ‘হোয়াটসঅ্যাপ মেসেজ ফরোয়ার্ড করার পর একের পর এক হুমকি ফোন আসতে শুরু করে। তারপর আট থেকে ১০ জন এসে আমায় মারধর করে। আমি সারাজীবন দেশের জন্য কাজ করেছি। এমন ধরনের সরকারের অস্তিত্বই থাকা উচিত না।’ প্রসঙ্গত, গত পরশু কঙ্গনা ইস্যুতেও দেশ জুড়ে মুখ পুড়েছে মহারাষ্ট্রের শিবসেনা সরকারের। সুযোগ পেয়ে চাপ বাড়াতে শুরু করেছে বিজেপিও।

মুম্বইয়ে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারকে মারধরের ঘটনায় শনিবার কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ টুইটে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘‘নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার মদন শর্মার সঙ্গে কথা বলেছি আমি৷ মুম্বইয়ে তিনি গুন্ডাদের হাতে হামলার শিকার৷ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি আমরা৷ প্রাক্তন নৌসেনা আধিকারিকের উপর এই হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও লজ্জাজনক৷ মদনজির দ্রুত আরোগ্য কামনা করি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *