কলকাতা: ভোটের মাঝেই ফের একবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১ জুন। ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হয়ে ১০ জুন মাধ্যমিক পরীক্ষা শেষ হবে। সোমবার এই কথা জানিয়েছেন পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
গতবছর করোনা আবহের কারণে এ বছরের মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। ২৬ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে পর্ষদের পক্ষ থেকে ১ জুন মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু ইদানিং একটি ভুয়ো রুটিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ সেখানে লেখা রয়েছে, মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ আগস্ট। কিন্তু সেই রুটিন যে ভুয়ো তা প্রমাণ করার জন্যই সোমবার ফের একবার বিজ্ঞপ্তি প্রকাশ করল পর্ষদ৷
এই বিজ্ঞপ্তিতে পরিষ্কার ভাবে জানানো হয়েছে, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১ জুনেই। অপরিবর্তিত থাকছে পরীক্ষাসূচি সংক্রান্ত গতবছরের নির্দেশিকা। সোশ্যাল মিডিয়ায় যে ভুয়ো রুটিন ছড়িয়েছে তার দায় পর্ষদের নয়। কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘‘যারা এই ধরনের রুটিন ভাইরাল করছেন তারা কোনোভাবেই পড়ুয়াদের শুভাকাঙ্ক্ষী নন।’’ দেখুন বিজ্ঞপ্তি– https://wbbse.wb.gov.in/Web/PdfViewer?l=MTEz