চলতি বছরের মতো মুলতুবি পুরভোট মামলার শুনানি!

চলতি বছরের মতো মুলতুবি পুরভোট মামলার শুনানি!

কলকাতা:  পুরভোট নিয়ে চলতি বছরের জন্য স্বস্তি ফিরল কলকাতা পুরসভায়৷ সুপ্রিম কোর্টের কড়া আবস্থানের পর কিছুটা হলেও বেড়েছিল স্বস্তি৷ এবাক চলতি বছরের জন্য সুপ্রিমকোর্টে পিছিয়ে গেল কলকাতা পুরসভার নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি৷

দেশের শীর্ষ আদালত সূত্রে খবর, কলকাতা পুরসভার নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি আগামী ২ সপ্তাহের জন্য মুলতুবি ঘোষণা করা হয়েছে৷ কলকাতা পুরসভার নির্বাচন সংক্রান্ত মামলার জানুয়ারির প্রথম সপ্তাহেই হবে৷ কলকাতা পুরসভার নির্বাচন সংক্রান্ত মামলার পরবর্তী  শুনানি সুপ্রিম কোর্টের বিচারপতি পল মহেশ্বরী ও বিচারপতি রয়ের বেঞ্চে হওয়ার কথা৷

বিধানসভা ভোটের আগেই হতে পারে কলকাতা পুরভোট৷ মার্চের শেষেই হতে পারে নির্বাচন৷ ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার দেড় মাসের মধ্যেই হবে পুর ভোট৷ রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ নির্বাচন কমিশনের কাছে রাজ্য সরকারের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ১৫ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা হবে৷ ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার এক থেকে দেড় মাসের মধ্যেই পুরভোট করা হবে৷ পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে৷ 

এই মামলার শুনানির সময় গত ৭ ডিসেম্বর শীর্ষ আদালত জানিয়েছিল, এক সপ্তাহের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে সম্ভাব্য ভোটের দিন সম্পর্কে জানাতে হবে রাজ্য সরকারকে৷ কোভিড পরিস্থিতির মধ্যেই অন্যান্য রাজ্যে ভোট হচ্ছে৷ এ রাজ্যেও কলকাতা পুরসভা ভোট হওয়া জরুরি৷ ভোট না হলে বিকল্প ব্যবস্থার নির্দেশ দেওয়া হবে বলেও জানিয়েছিল শীর্ষ আদালত৷ সেই মোতাবেক পুর ও নগর উন্নয়ন দফতরে প্রধান সচিব রাজ্য নির্বাচন কমিশনের সচিব নিলাঞ্জন সান্ডিল্যকে চিঠি পাঠান৷ চিঠিতে স্পষ্ট বলা হয়ছে, যে ভোটার তালিকা প্রকাশ করা হবে তা গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন৷ এর চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ভোট করা যেতে পারে৷ পুরভোট নিয়ে প্রস্তুতি শুরু হতেই আগামী ২ সপ্তাহের জন্য মুলতুবি হয়ে গেল মামলার শুনানি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 8 =