করোনা রুখতে বাংলার ভূমিকায় খুশি কেন্দ্র, অমিত শাহের বৈঠকে সিলমোহর

করোনা রুখতে বাংলার ভূমিকায় খুশি কেন্দ্র, অমিত শাহের বৈঠকে সিলমোহর

য়াদিল্লি: করোনা পরিস্থিতি রুখতে রাজ্য সরকার ‘ব্যর্থ’ বলে বাংলায় প্রচারে ঝড় তুলেছিল বঙ্গ বিজেপি শিবির৷ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল খোদ রাজ্যপালকেও৷ করোনা পরিস্থিতি নিয়ে সরব হয়েছিলেন বিরোধী দলের নেতারা৷ পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলা-সফরে এসে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ‘অসহযোগিতা’র অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় পর্যবেক্ষক দল৷ নেতৃত্বে ছিলেন অতিরিক্ত সচিব অপূর্ব চন্দ্র৷ কেন্দ্রীয় দলের বাংলা সফর নিয়ে কম রাজনীতি হয়নি বাংলার ময়দানে৷ লকডাউনে কেন্দ্র-রাজ্যের সংঘাতের পর এবার আনলক পর্বে ধরা পড়ল উল্টো ছবি৷ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার রাজ্য সরকারের উদ্যোগে খুশি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার৷

আনলক পর্বে দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়লেও পশ্চিমবঙ্গে কমছে দৈনিক সংক্রমণের সংখ্যা৷ দৈনিক আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেক বেশি রাজ্যে৷ টানা ৪১ দিনে সুস্থ হচ্ছেন বহু মানুষ৷ বাংলার এই পরিসংখ্যানে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রক৷ পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যের উদ্যোগে খুশি কেন্দ্র৷

বাঙালির প্রাণের উৎসবে করোনা সংক্রমণ রুখতে ঐতিহাসিক রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট৷ করোনা রুখতে হাইকোর্টের কড় অবস্থানের সুফল এবার পেতে চেলেছে রাজ্য৷ দুর্গা পুজোর পরেও বেশ কয়েক সপ্তাহ কেটে গেলেও সংক্রমণ খুব একটা বৃদ্ধি হয়নি৷ উৎসবে সংক্রমণ রুখতে রাজ্যের ভূমিকায় খুশি স্বাস্থ্যমন্ত্রক৷

মন্ত্রকের তথ্য বলছে, পশ্চিমবঙ্গে দৈনিক সুস্থতা ক্রমশ বাড়ছে৷ দৈনিক আক্রান্তের সংখ্যাও বেশ কিছুটা কমেছে৷ বাংলায় পাশাপাশি করোনার তাণ্ডব দেশেও কিছুটা নিয়ন্ত্রণ করা গিয়েছে৷ আনলক পর্বে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেখানে সমস্ত রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়৷ সেখানে বাংলা-সহ বেশ কিছু রাজ্যের ভূমিকায় সন্তুষ্ট হয়েছে কেন্দ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *