আজ থেকে শুরু প্রাথমিক শিক্ষকদের বদলির প্রক্রিয়া, মিলবে সুফল?

যে শিক্ষকরা নিজেদের জেলারই  স্কুলে কর্মরত, তারা অনেকেই আবার বাড়ির কাছাকাছি কোনো স্কুলে বদলির আবেদন জানিয়েছেন। তাঁদের বিষয়টি আপাতত বিবেচনা করা হবেনা।

কলকাতা: আজ বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গেল  প্রাথমিক শিক্ষকদের নিজের জেলায় বদলি সহ সমস্ত বদলির প্রক্রিয়া।  সরস্বতী পুজোর দিন ট্যুইট করে স্কুল শিক্ষকদের এমনই সুখবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর ঠিক দেড় মাসের মধ্যেই আরও একটি সুখবর। বুধবার এই প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

এপ্রসঙ্গে তিনি বলেন স্কুলের ছাত্র-শিক্ষক অনুপাত দেখে নিয়ে সেই অনুযায়ী পোস্টিং দেওয়া হবে। এছাড়াও এখনও পর্যন্ত যে শিক্ষকরা বদলির আবেদন জানাননি তাদের জন্যও নিজের জেলায় বদলির ব্যবস্থা করা হবে। তবে সেই প্রক্রিয়া শুরু হবে আগামী ১লা এপ্রিল থেকে। কারণ ইতিমধ্যেই প্রায় সাত হাজার শিক্ষক-শিক্ষিকা নিজদের তথ্য নথিভুক্ত করেছেন বদলির জন্য। প্রথম পর্যায়ে এই তালিকার ভিত্তিতেই বদলি দেওয়া হবে। যদিও এক্ষেত্রে কয়েকটি শর্ত আছে। প্রথমত, যে শিক্ষকরা নিজেদের জেলারই  স্কুলে কর্মরত, তারা অনেকেই আবার বাড়ির কাছাকাছি কোনো স্কুলে বদলির আবেদন জানিয়েছেন। তাঁদের বিষয়টি আপাতত বিবেচনা করা হবেনা।  

দ্বিতীয়ত, কোনো স্কুলে একজন মাত্র স্থায়ী শিক্ষক থাকলে তাঁকে বদলি করা যাবে না। অন্তত দুজন স্থায়ী শিক্ষক থাকলে তবেই তৃতীয় শিক্ষককে অন্য স্কুলে পোস্টিং দেওয়া হবে।  বিষয় ও সংরক্ষণের ভিত্তিতে শূন্যপদ না থাকায় বদলির সুযোগ থেকে বঞ্চিত ছিলেন শিক্ষকরা। এই নতুন নিয়মে বদলির ফলে আবেদন করলেই নিজের জেলায় বদলির সুযোগ পাবেন তাঁরা। এরফলে বিশেষভাবে উপকৃত হবেন শিক্ষিকারা। এদিকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে এই সিদ্ধান্ত কার্যকর করা তুলনামূলক ভাবে সহজ হবে। কারণ প্রাথমিকে শূন্য পদে বিষয়ভিত্তিক কোনও সংরক্ষণ থাকে না। শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর ও দু'বছরের শিক্ষকতার প্রশিক্ষণ থাকলেই চলে। আবার উচ্চ প্রাথমিকে অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে স্নাতকে ৫০ শতাংশ ও দু' বছরের প্রশিক্ষণ বাধ্যতামূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =