নয়াদিল্লি: ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ৷ বাড়তে পারে সিগারেট-বিড়ি সহ তামাকজাত পণ্যের দাম৷ কারণ মঙ্গলবারই বিড়ি-সিগারেটের উপরে কর বসানোর ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার। কর নীতি কী হবে, তা ঠিক করার জন্য বিশেষজ্ঞ কমিটিও গঠন করেছে নরেন্দ্র মোদী সরকার। আগামী বাজেট সেশনেই ওই কমিটির সুপারিশ মেনে তামাকজাত পণ্যের দাম বাড়ানোর বিষয়টি ঘোষণা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে৷
আরও পড়ুন- প্রভাবশালী-পুত্র আরিয়ানের জন্য গলা তুলবেন না ওয়েইসি
এদিকে গতকাল কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই শেয়ার বাজারে পরিবর্তন এসেছে৷ ইতিমধ্যেই ধাক্কা খেয়েছে আইটিসির মতো তামাক প্রস্তুতকারী সংস্থা। একলাফে প্রায় ৫ শতাংশ কমে গিয়েছে আইটিসি’র শেয়ারের দর। বিশেষজ্ঞরা জানাচ্ছে, গত বছর লকডাউনে সিগারেট-বিড়ি সহ সব রকম তামাকজাত পণ্য বিক্রির উপর প্রভাব পড়েছিল৷ রাতারাতি কমেছিল বিক্রি৷ কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে ফের সিগারেটের বিক্রি বাড়তে শুরু করেছে। লকডাউনের সময়কালের চেয়ে ১০ থেকে ১২ শতাংশ সিগারেটের বিক্রি বেড়েছে৷ এমতাবস্থায় আগামী বছর ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে সিগারেটের উপরে বাড়তি কর বসতে চলেছে বলেই ইঙ্গিত। উল্লেখ্য, শেষ বাজেটে সিগারেটের দামে কোনও হেরফের হয়নি৷ বাড়েনি কর৷ তবে তার আগের বার ১১ শতাংশ বাড়ানো হয়েছিল তামাকজাত পণ্যের কর।
সিগারেটের পাশাপাশি দাম বাড়তে চলেছে বিড়িরও৷ সিগারেটের চেয়েও অনেক বেশি ক্ষতিকারক বিড়ি৷ তবে বিড়ির উপর কর তুলনায় কম৷ কমিটির সুপারিশে এবার বিড়ির উপর কর বাড়তে পারে৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই কমিটিতে থাকবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রক, জিএসটি কাউন্সিল ও নীতি আয়োগের সদস্যরা৷