কলকাতা: আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা নেওয়ার পর্ব৷ পিএসসি তরফে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি টেস্টের মাধ্যমে সাম্প্রতিকতম পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া কতটা সম্ভব তা দেখে নিতে চাইছে বোর্ড। আগেই পিএসসি’র পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছিল। কিন্তু লকডাউনের জেরে তা পিছিয়ে যায়। সমস্ত কিছু স্বাভাবিক ভাবে ঘটলে বড় পরীক্ষাগুলি নেওয়ার ভাবনা-চিন্তা শুরু করেছে পিএসসি বোর্ড৷
লকডাউনের জেরে বর্তমানে ট্রেন চলাচল বন্ধ। কিন্তু তার মধ্যেও সারা ভারতে ‘নিট’ ও ‘জেইই’ পরীক্ষা নেওয়া হয়েছে সাম্প্রতিক কালে। পরীক্ষা পদ্ধতি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। তাই রাজ্য পিএসসি বোর্ড কম পরীক্ষার্থীদের নিয়ে এই প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমেই আগামী দিনে অন্যান্য বড় পরীক্ষাগুলি নেওয়া যায় কিনা তা বুঝে নিতে চাইছে। যদি সুষ্ঠুভাবে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা যায়, তাহলে অদূর ভবিষ্যতে ক্লার্কশিপ পার্ট ২, আই সি ডি এস, সুপার ভাইজার, ডব্লু বি সি এস, মেইন ইত্যাদি একাধিক পরীক্ষার দিনক্ষণ জানাবে বোর্ড।
পিএসসির অনুমান, যদি আগামী অক্টোবর মাসে ফের দেশে রেল পরিষেবা চালু হয়ে যায়, তাহলে সেই অনুযায়ী আগামী ১১ অক্টোবর পিএসসি’র জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে৷ যদিও অ্যাডমিট কার্ড দেওয়ার কাজ এখনই শুরু হয়নি৷ আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই সেই অ্যাডমিট কার্ড দেওয়ার কর্মসূচি শুরু করবে পিএসসি। পিএসসি তরফে বলা হয়েছে, প্রিলিমিনারি টেস্ট স্বাভাবিকভাবে গ্রহণ করা গেলে এবছর নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই অন্যান্য বড় পরীক্ষাগুলি নেওয়ার কথা ঘোষণা করা হবে। পাশাপাশি আরও জানানো হয়েছে, এখনও পর্যন্ত যে যে পদের ইন্টারভিউ পর্বের কাজ শুরু হয়নি, পরিস্থিতি স্বাভাবিক থাকলে তাও খুব শীঘ্রই শুরু করে দেওয়া হবে।