‘সুবিধাবাদী দল তৃণমূল, বেকারদের সর্বনাশ করেছে দিয়েছে’! বিস্ফোরক শুভেন্দু

‘সুবিধাবাদী দল তৃণমূল, বেকারদের সর্বনাশ করেছে দিয়েছে’! বিস্ফোরক শুভেন্দু

62e44d44c04639a701a0390f9c377730

মেদিনীপুর: ‘তৃণমূল কংগ্রেস তো এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি!’ ফের তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার দুপুরে চন্দ্রকোনা টাউনে বিজেপির  জনসভা থেকে তৃণমূলকে ‘সুবিধাবাদী’ বলে আক্রমণ করলেন মেদিনীপুরের ‘ভূমিপুত্র’।

এদিন শুভেন্দু চাঁচাছোলা ভাষায় ‘দিদিমণি’কে উদ্দেশ্য করে বলেন, ‘‘আপনি বুকে হাত রেখে বলুন তো, গত সাড়ে ৯ বছরে পশ্চিমবঙ্গ এগিয়েছে না পিছিয়েছে? ২০১১ সালে রাজ্যে ১ কোটি ২০ লক্ষ বেকার নথিভুক্ত হয়। আজকে রাজ্যে বেকারদের সংখ্যা ২ কোটিরও বেশি। এত বছরে একটাও শিল্প এল না রাজ্যে?’’ বিজেপি নেতা আরও বলেন, ‘‘এই সরকার আর কিছু করুক না করুক, পশ্চিমবঙ্গের বেকারদের সর্বনাশ করেছে।’’ 

তৃণমূল সরকারকে নিয়ে গেরুয়া নেতা এদিন বলেছেন, “আমি তো ছিলাম ওই দলে। এত বড় ঢপবাজ, মিথ্যাবাদী সরকার আর হয় না। শুধু আমদানি করেছে একটা ভাইপো। আগের দিন তোলাবাজ বলেছি বলে রাগ করেছে।” তার আরও বক্তব্য, “গোটা ভারতের সবচেয়ে সুবিধাবাদী রাজনৈতিক দল তৃণমূল।” শাসক দলের কর্মসূচি ‘দুয়ারে সরকার’ নিয়ে শুভেন্দু বললেন, “ভোটের সময় দুয়ারে সরকার? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। সব ঢপের চপ।”

‘লাল চুল কানে দুল, এরই নাম যুবা তৃণমূল’ বলে তৃণমূলের যুব সংগঠনকে নিয়েও তামাশা করেন শুভেন্দু অধিকারী। বলেন, “চাল চোর, আলু চোর, টিকা চোর সরকার। এবারে ভোটে ১৪৮ পেয়ে গেলে কিডনি চুরি করবে।” শুধু তৃণমূল নয়, শুভেন্দু অধিকারীর এদিনের বক্তব্যে শোনা গেল বামপন্থীদের উদ্দেশে বার্তাও। হুমকির সুরে বললেন, “এই যে বামপন্থী ভাইরা, লাল ঝান্ডা নিয়ে মিছিলে যাচ্ছেন যান। কিন্তু ভোটটা যেন বিজেপিতেই আসে। নাহলে কিন্তু পুরসভার ভোটে নমিনেশনও পাবেন না।” মঞ্চে দাঁড়িয়ে মনে করালেন নন্দীগ্রাম গণহত্যা, বেড়াচাঁপার কঙ্কালকাণ্ডের কথা। বললেন, “আমরা লক্ষ্মণ শেখদের সম্মান করি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *