২০২০-কে পিছনে ফেলে করোনার দৈনিক সংক্রমণ ছাড়াল ১ লক্ষের গন্ডি, উদ্বেগে গোটা দেশ

২০২০-কে পিছনে ফেলে করোনার দৈনিক সংক্রমণ ছাড়াল ১ লক্ষের গন্ডি, উদ্বেগে গোটা দেশ

নয়াদিল্লি: দেশে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ ২০২০-কে পিছনে ফেলে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পেরিয়ে গেল৷ চলতি বছর দেশে এই প্রথম ১ লক্ষ ছাপাল সংক্রমিতের সংখ্যা৷ দৈনিক মৃত্যু কিছুটা কমলেও, কেমে গেল দৈনিক সুস্থতার হার৷ 

আরও পড়ুন- সীমান্তে ঢুকল বছর আটেকের বালক, পাক সেনার হাতে হস্তান্তর

২০২০ সালের ১৬ সেপ্টেম্বর ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৯৭ হাজার ৮৯৪৷ কিন্তু গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন৷ গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের৷ তবে দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র৷ একদিনে সে রাজ্যে মৃত্যু হয়েছে ২২২ জনের৷ দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ১০১ জনের৷ মোট আক্রান্ত ১ কোটি, ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৭ জন৷ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৬ লক্ষ ৮২ হাজার ১৩৬ জন৷ 

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪৭৮ জনের৷ গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫১৩৷ অন্যদিকে, ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৯৩ হাজার ২৪৯৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫২ হাজার ৮৪৭ জন৷ গতকাল সুস্থতার হার ছিল ৬০ হাজার ৪৮ জন৷  দেশে মৃত্যুর হার ১.৩১ শতাংশ৷ অন্যদিকে সুস্থতার হার ৯২.৮০ শতাংশ৷ 
 

আরও পড়ুন- কেরলে থমকে গেল ‘অনন্যা’ ইতিহাস! আচমকা কী এমন ঘটল?

এবিষয়ে চিকিৎসক কুণাল সরকার বলেন, প্রথম ধাক্কার জন্য আমরা কেউই প্রস্তুত ছিল না৷ কিন্তু এবার দ্বিতীয় ধাক্কা আসতে চলেছে৷ প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের অভিজ্ঞতার মধ্যে কিছু প্রার্থক্য আমরা যেন মানতে পারছি না৷ প্রথম দফায় সংক্রমণটা বাইরে থেকে আসছিল৷ দ্বিতীয় ধাক্কাটা পৃথিবীর প্রতিটি দেশেই অন্তত ৩ থেক ৫ গুণ বেশি হয়েছে৷ এই সংক্রমণ এখন আমাদের দেশে আমাদের লোকের মধ্যে রয়েছে৷ দু’মাস আগে মহারাষ্ট্রের তিনটি জেলায় ফের শুরু হয় এই সংক্রমণ। আমরা সেখান থেকেই ইঙ্গিত পেয়েছিলাম। কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করা যায়নি। মহারাষ্ট্র থেকে পঞ্জাব, দক্ষিণভারতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে৷ খুব শীঘ্র পূর্ব ভারতেও ছড়িয়ে পড়বে৷ নির্বাচন প্রক্রিয়া সংক্রমণ ছড়াতে অনেকটাই সাহায্য করবে৷ কারণ আমরা দুঃসাহসিকতা দেখিয়েছি, সতর্কতা নিইনি৷ রাজনীতির উত্তাপ কমতেই আমরা আরও একটি আগুনের আঁচে পড়ব৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *