‘জিতেগা ভারত’ নামে আন্দোলন হবে, হুঙ্কার মমতার

‘জিতেগা ভারত’ নামে আন্দোলন হবে, হুঙ্কার মমতার

 কলকাতা: তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপি’কে তুলোধোনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বকেয়া চাকা নিয়ে আরও একবার সোচ্চার হলেন তিনি৷ সেই সঙ্গে বার্তা দিলেন ‘ইন্ডিয়া’র লড়াইয়ের৷ 

এদিন মমতা বলেন, ‘‘গরিব খেটে খাওয়া মানুষের ১০০ দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে৷ ২ অক্টোবর আমরা দিল্লিতে ধর্নায় বসব৷  আমাদের প্রাপ্য টাকা আমরা চাই৷ এর মধ্যে টাকা না দিলে গান্ধীজির জন্মদিনে আমরা সবাই দিল্লি যাব৷ রাস্তা আটকালে, যেখানে আটকানো হবে, সেখান থেকেই দিল্লিতে আওয়াজ যাবে৷’’

এর আগে ৫ অগাস্ট দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের জন্য একটি কর্মসূচি ঘোষণা করেছেন৷ ওই দিন বুথ স্তরে নেতা নেত্রীদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন তিনি৷ সে সম্পর্কে দলনেন্ত্রী বলেন, বুথ ভিত্তিক না করে ব্লক ভিত্তিক ঘেরাও কর্মসূচি পালন করুন৷ ১০০ মিটার দূরে প্রতীকি ঘেরাও করতে হবে, যাতে কারও যেতে আসতে অসুবিধা না হয়৷ শান্তিপূর্ণ ভাবে এই ঘেরাও করতে হবে৷

আমরা নাকি ১০০ দিনের টাকা, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছি৷ এটা সত্যি নয়৷ আসলে দিল্লিই টাকা দেয় না৷ তিনি বলেন, ‘‘আমি খুশি যে ২০২৪ এর আগে আমরা ‘ইন্ডিয়া’ তৈরি করতে পারছি৷ আমরা চাই দেশ থেকে বিজেপি বিদায় নিক৷ ‘জিতেগা ভারত’ নামে আমাদের আন্দোলন চলবে৷ ২০২৪-এ ইন্ডিয়ার নবজন্ম হবে৷ মানুষের একতা ও সম্প্রিতীর জন্যেই ইন্ডিয়া৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 6 =