মেট্রো চালু হলেও এখনই চলবে না লোকাল ট্রেন, জানালেন জিএম সুনীত শর্মা

দীর্ঘ ৫ মাসেরও বেশি সময় ধরে রেল পরিষেবা বন্ধ থাকায় কাজ হারিয়েছেন শহর ও আশপাশের জেলার একাধিক মানুষ। আবার অনেককে কর্মস্থলে পৌঁছাতে গেলে খরচ করতে হচ্ছে প্রায় দ্বিগুণ টাকা। এর মধ্যে মেট্রোর পরিষেবা চালু করার কথা ঘোষণা হলে শহরবাসী ভেবেছিলেন হয়ত এবার লোকাল ট্রেনও চালু হয়ে যাবে। কিন্তু এখনই যে লোকাল ট্রেন চলবে না একথা সাফ জানিয়েদিল রেল কর্তৃপক্ষ।

কলকাতা: শিয়ালদহ ও হাওড়া থেকে এখনই ট্রেন চলাচল পরিষেবা চালু হচ্ছে না।  সাংবাদিকদের একটি ভিডিও কনফারেন্স করে একথা সাফ জানিয়েছে দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মা। শহরে মেট্রো রেল চালানোর প্রস্তুতি তুঙ্গে, এমনকি আগামী ১৩ সেপ্টেম্বর পূর্ণ লকডাউন থাকলেও নিট পরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো রেল চালাবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। যদিও এদিন শুধুমাত্র পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরাই চড়তে পারবেন মেট্রোয়, সেই কারণে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখে তবেই মেট্রো যাত্রা করতে দেওয়া হবে। সেখানে বুধবার সুনীত বাবু জানান, মেট্রো রেল চলাচলের পরিস্থিতি দেখেই পূর্ব রেল পরিষেবা শুরু করার কথা ভাবা হবে।

ইতিমধ্যেই দিল্লি মেট্রোর ইয়েলো ও পিঙ্ক লাইনে মেট্রো চলাচল শুরু করে দিয়েছে। আগামি সপ্তাহ থেকে শহর কলকাতাতেও চলবে পাতাল রেল। স্বাভাবিকভাবেই লোকাল ট্রেনের পরিষেবা শুরু করা নিয়ে আশায় বুক বাধছিল শহর। কিন্তু সে আশায় রীতিমত জল ঢেলে দেওয়া হল পুর্ব রেল তরফে। দীর্ঘ ৫ মাসেরও বেশি সময় ধরে রেল পরিষেবা বন্ধ থাকায় কাজ হারিয়েছেন শহর ও আশপাশের জেলার একাধিক মানুষ। আবার অনেককে কর্মস্থলে পৌঁছাতে গেলে খরচ করতে হচ্ছে প্রায় দ্বিগুণ টাকা। এর মধ্যে মেট্রোর পরিষেবা চালু করার কথা ঘোষণা হলে শহরবাসী ভেবেছিলেন হয়ত এবার লোকাল ট্রেনও চালু হয়ে যাবে। কিন্তু এখনই যে লোকাল ট্রেন চলবে না একথা সাফ জানিয়েদিল রেল কর্তৃপক্ষ।

বর্তমানে রেল পরিষেবা শুরু করার জন্যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসেছে রেল কর্তৃপক্ষ। সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে একটি নতুন অ্যাপ চালু করার কথাও হয়েছে। কিন্তু রেল চলাচলের কোনও সিদ্ধান্ত এখনও নেয় নি রেল বোর্ড, এমনটাই জানালেন পূর্ব রেলের জিএম। তিনি আরও বলেন, কলকাতা মেট্রো যেখানে দৈনিক ৬ লক্ষ যাত্রী বহন করে, সেখানে পূর্ব রেলকে ৩০ লক্ষ যাত্রী প্রতিদিন বহন করতে হয়। পাশাপাশি পূর্ব রেলের ২০০'এরও বেশি স্টেশন আছে। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখাটা খুব সহজ নয়। পাশাপাশি, ট্রেন পরিষেবা চালু হলেও ট্রেনের ভিতরে ও প্লাটফর্মে হকারদের ঢুকতে দেওয়া হবে না, সেক্ষেত্রে তাদের পুনর্বাসনেরও কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানান সুনীত শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =