ক্রমশ জটিল হচ্ছে সুশান্ত মামলার তদন্ত প্রক্রিয়া, নেটপাড়ায় তুমুল চর্চা

দুদিন আগেই রিয়া নিজেই জানিয়েছেন তিনি সুশান্তের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। কিন্তু কেকে সিং মামলা করার পর রিয়াকে তার বাড়িতে খুঁজে পাওয়া না যাওয়ায় নেটিজেন মহলে তুমুল চর্চা শুরু হয়েছিল।

 

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত ক্রমশ জটিল হয়ে চলেছে। সুশান্তের বাবা কেকে সিং রাজপুত রিয়া চক্রবর্তীর বিরূদ্ধে মামলা দায়ের করায় মুম্বই পুলিশের সঙ্গে বিহার পুলিশও এখন এই মামলা নিয়ে তদন্ত করছে। এর মধ্যেই রিয়ার ব্যক্তিগত সহকারী জানালেন, রিয়া ও সুশান্ত বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

আরও পড়ুন: লিপুলেখে সেনা বাড়াচ্ছে লাল ফৌজ, নয়া ইঙ্গিত চিনের

রিয়ার এই ব্যক্তিগত সহকারীর মতে সুশান্তের বান্দ্রার বাড়িটিও রিয়ারই পছন্দ করা। দুদিন আগেই রিয়া নিজেই জানিয়েছেন তিনি সুশান্তের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। কিন্তু কেকে সিং মামলা করার পর রিয়াকে তার বাড়িতে খুঁজে পাওয়া না যাওয়ায় নেটিজেন মহলে তুমুল চর্চা শুরু হয়েছিল।

 
 

রিয়ার ব্যক্তিগত সহকারী জানান, সুশান্ত বাড়ি ঠিক করার সময় কড়া নিরাপত্তা আছে এমন জায়গা বাছতে চেয়েছিলেন, কিন্তু রিয়াই বান্দ্রার এই ফ্ল্যাটটি পছন্দ করেছিলেন। তিনি নিজের হাতেই এই বাড়ি সাজিয়েছিলেন। ৩ বা ৪ বিএইচকে ফ্ল্যাটের জন্য দুজনেই ৪ লক্ষ টাকা করে ভাড়া দিতেন। রিয়া সুশান্তকে বিয়ে করার জন্য অনুরোধ করেছিলেন বলে জানান তিনি। 

আরও পড়ুন: FA কাপ ফাইনালে আজ জমজমাট লন্ডন ডার্বি, ইতিহাস ভরসা আর্সেনালের

 

অভিনেতার মৃত্যুর পর এতদিন হয়ে গেলেও বিতর্ক থামার চিহ্ন নেই। যত দিন যাচ্ছে নিয়ে ক্রমশ জলঘোলা হচ্ছে তদন্ত নিয়ে। সম্প্রতি রিয়া একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে তিনি সুশান্তের বাবা কেকে সিং রাজপুতের করা অভিযোগকে মিথ্যা বলে চিহ্নিত করেছেন। রিয়া বলেন, ‘আমাকে ফাঁসানো হচ্ছে।’ এদিকে সুশান্তের ফলোয়াররা রিয়া চক্রবর্তী'র এই দাবি মানতে চাইছে না। নেট দুনিয়া জুড়ে রিয়ার প্রতি প্রবল আক্রমণাত্মক বার্তা ধেয়ে গেছে শেষ ক’দিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + five =