মানতে হবে শর্ত, গঙ্গাসাগর মেলায় ছাড়পত্র হাইকোর্টের, ই-স্নানে গুরুত্ব

মানতে হবে শর্ত, গঙ্গাসাগর মেলায় ছাড়পত্র হাইকোর্টের, ই-স্নানে গুরুত্ব

 

কলকাতা: করোনা আবহে শুরু হতে চলেছে গঙ্গা সাগর মেলা৷ করোনা পরিস্থিতির মধ্যে মেলার আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও অবশেষে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট৷ আজ মামলার শুনানির প্রথম পর্যায়ে উদ্বেগ প্রকাশের পর মেলায় ছাড়পত্র দেওয়ার পাশাপাশি ই-স্নানে বেশি জোর দিতে নির্দেশ দিয়েছে আদালত৷

করোনা সংক্রমণ রুখতে গঙ্গাসাগর মেলাকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হোক, এই দাবি জানিয়ে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা৷ সেই মামলার শুনানিতে রাজ্যের হলফমানা তলব করে হাইকোর্ট৷ হলফমানা দেখে হাইকোর্টের তরফে মেলার ছাড়পত্রে দেওয়ার পাশাপাশি বেশ কিছু নির্দেশ দিয়েছে আদালত৷ শর্তসাপেক্ষে মেলার অনুমতি দিয়েছে আদালত৷ তবে, স্নানে জারি হয়নি নিষেধাজ্ঞা৷ তবে পূর্ণার্থীদের স্নান করতে নিরুৎসাহিত করতে নির্দেশ দিয়েছে আদালত৷ যারা ই-স্নান নেবেন, তাদের বিনামূল্যে মেলা প্রাঙ্গনে তা দিতে হবে৷ তবে রাজ্য সব ব্যবস্থা করেছে, যাতে পূর্ণ্যস্নান ই-স্নানের মাধ্যমেই করা যায়৷

স্বাস্থ্যবিধি মেনে মেলায় অনুমতি দেওয়া হয়েছে৷ স্নানের উপর কোনও নিষেধাজ্ঞা না থাকলেও প্রশাসনকে সতর্ক করে দিয়েছে আদালত৷ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে আদালত৷ এদিন হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, মেলার মাঠ থেকে বিনামূল্যে কিটের ব্যবস্থা করতে হবে৷ ই-স্নানে আগ্রহীদের ফ্রিতে কিট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ কিট বাড়িতে পৌঁছে দিতে হলে পরিবহণের মূল্য দিতে হবে৷ নির্দেশ কার্যকর হল কি না, ১৮ জানুযারি আদালতকে জানাতে বলেছে হাইকোর্ট৷

আজ মামলার শুনানির প্রথমপর্বে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিবের রিপোর্ট দেখে বলেন, ‘‘রাজ্য ই-স্নানের ব্যবস্থা করেছে৷ কিন্তু এটা সমস্যার উত্তর হতে পারে না৷’’ স্বাস্থ্যসচিব কি এক্ষেত্রে কোনও বৈজ্ঞানিক উপায় বের করতে পারবেন? প্রশ্ন প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণন৷ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, নদী থেকে দূরে ব্যবস্থা হয়েছে স্নানের৷ কিন্তু, তাতেও সন্তুষ্ট হতে পারেনি আদালত৷ জানানো হয়, যেহেতু সাহরে বহমান জল, ফলে স্নানে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কম৷ দীর্ঘ সওয়াল-জবাবের পর রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ দিয় হাইকোর্ট৷ পরে মামলার রায় ঘোষণা করে আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − ten =