বাংলার পুলিশ দিয়ে হবে না! পুরভোটে ‘অন্য বাহিনী’ চাইলেন রাজ্যপাল!

বাংলার পুলিশ দিয়ে হবে না! পুরভোটে ‘অন্য বাহিনী’ চাইলেন রাজ্যপাল!

কলকাতা: রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার সরাসরি অনাস্থা প্রকাশ করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপাল৷ পঞ্চায়েত নির্বাচনের মতো পুরসভার নির্বাচনে যাতে হিংসা না হয়, তা নিশ্চিত করতে এবার রাজ্য পুলিশের বদলে অন্য কোন বাহিনী দিয়ে ভোট করানোর পরামর্শ দিয়েছেন তিনি৷ রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে একগুচ্ছ প্রস্তাব রেখেছেন রাজ্যপাল৷ চিঠির প্রাপ্তি স্বীকার করেছে কমিশন৷

আজ রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর জানিয়েছেন, গত পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত হয়েছিল৷ কিন্তু সেই নির্বাচনে হিংসার ঘটনা সামনে এসেছে৷ ফলে আগামী পুরভোটে ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে জোর সওয়াল করেছেন রাজ্যপাল৷ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে নিরাপত্তার বিষয়টি উপর জোর দিয়েছেন তিনি৷ নির্বাচনে হিংসার পরিস্থিতির রুখতে পুলিশকে না ব্যবহার করার জন্য আর্জি জানিয়েছেন তিনি৷ নির্বাচনে হিংসা রুখতে প্রয়োজনে রাজ্য পুলিশের পরিবর্তে অন্য কোন বাহিনী আনানোর বিষয়েও কমিশনকে পরামর্শ দিয়েছেন রাজ্যপাল৷ তবে এক্ষেত্রে তিনি কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে কোনও শব্দ প্রয়োগ করেননি৷ জানিয়েছেন অন্য কোন বাহিনীর প্রয়োজন৷

যদিও এর আগের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেছিলেন তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে৷ সেই নিয়ে আদালতে পর্যন্ত গড়িয়েছিল মামলা৷ এবার কেন্দ্রীয় বাহিনীর নাম উল্লেখ না করেই রাজ্যপাল জানিয়েছেন, কমিশনের সম্পূর্ণ সাংবিধানিক অধিকার রয়েছে, রাজ্য সরকারের নিরাপত্তা বাহিনী না নিয়ে ভোট করানো৷ তিনি চান, ভোটারদের নিরাপত্তা যোন নিশ্চিত থাকে৷ সেক্ষেত্রে পুলিশকে বাদ দিয়ে অন্য কোন বাহিনী নিয়ে ভোট করার বিষয়েও দিয়েছেন পরামর্শ৷

এই চিঠি পাওয়ার পর রাজ্য নির্বাচন কমিশনের তরফে চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়েছে৷ রাজ্যপালের চিঠি যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও জানিয়েছে কমিশন৷ তবে পুরভোটে রাজ্য সরকারের পুলিশ ব্যবহার করা হবে কি না বা অন্য কোন বাহিনী দিয়ে ভোট করানো হবে কি না সে বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =