কলকাতা: শনিবার রাজ্যে চতুর্থ দফার বিধানসভা নির্বাচনে কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি, এই পাঁচ জেলার মোট ৪৪টি আসনে ভোট গ্রহণ হতে চলেছে৷ এই পর্বে মোট ভোটার রয়েছেন ১ কোটি ১৫ লক্ষ ৯৪ হাজার ৯৫০ জন৷ সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হবে৷ চলবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত৷
অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় সাংবাদিক বৈঠকে বলেন, ভোট দানের জন্য ১৫ হাজার ৯৪০টি বুথ খোলা হচ্ছে৷ যার মধ্যে ১২ হাজার ৩৬১টি মেইন ও তিন হাজার ৫৭৯ টি অক্সিলিয়ারি বুথ থাকছে৷ মোট ভোট দাতাদের মধ্যে ৫৮ লক্ষ ৯৫ হাজার ৮৭১ জন পুরুষ ও ৫৬ লক্ষ ৯৮ হাজার ৭৮৯ জন মহিলা ভোটার৷ তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৯০ জন৷ ৮০ বছরের ঊর্ধ্বে মোট ভোটারের সংখ্যা দুই লাখ তিন হাজার ২২৭। মোট প্রার্থী রয়েছেন ৩৭৩ জন৷ যার মধ্যে ৫০ জন মহিলা প্রার্থী রয়েছেন৷ চতুর্থ পর্বে সাধারণ পর্যবেক্ষক থাকছেন ৩৫ জন৷ এছাড়া ব্যয় পর্যবেক্ষক ১০ ও পুলিশ পর্যবেক্ষক থাকছেন ৯ জন৷ এই পর্বে মোট কুড়ি হাজার ২৫২টি কন্ট্রোল ইউনিট, ২০ হাজার ৬৩১টি ব্যালট ইউনিট এবং ২০ হাজার ৯৫৪ টি ভিভিপ্যাট ব্যবহার করা হবে বলে সঞ্জয় বাবু জানিয়েছেন৷
নজরে রয়েছে নিরাপত্তা৷ আগামীকাল বুথে ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে৷ এটা ছাড়াও সেক্টর অফিস, রিজার্ভ সহ আরও ১৭৮ কোম্পানি বাহিনী হাতে থাকবে৷ অন্যদিকে, নির্বাচনে বাইক বাহিনীর দাপট, সীমানা সিল না করা, প্রশাসনিক আধিকারিকদের শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলে সংযুক্ত মোর্চা আজ সন্ধ্যা থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অবস্থান বিক্ষোভে বসেন৷ সিপিএম নেতা রবীন দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে নির্বাচনে বিভিন্ন অনিয়ম নিয়ে ডেপুটেশন দিতে এসে কোন প্রশ্নের উত্তর না পেয়ে এই অবস্থান শুরু করে৷