বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, দিল্লিতে রিপোর্ট পাঠাল কমিশন!

বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, দিল্লিতে রিপোর্ট পাঠাল কমিশন!

 

কলকাতা: বর্ধমানের রশিকপুরে বোমা বিস্ফোরণের শিশু মৃত্যুর ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে৷ অতিরিক্ত মুখ্য নির্বাচনি আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, শিশুরা বল ভেবে খেলতে গিয়ে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জেলা প্রশাসনের পাঠানো রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ তবে কারা সেখানে বোমা রেখেছিল সেই সব নিয়ে এখনও কোনও বিস্তারিত রিপোর্ট এসে পৌঁছায়নি বলে তিনি জানান৷

সংবাদমাধ্যমে অতিরিক্ত মুখ্য নির্বাচনি আধিকারিক সঞ্জয় বসু আরও জানিয়েছেন, তাঁদের হাতে আসা প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই দিল্লিতে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে৷ আজ সকালে এই ঘটনার পরেই নির্বাচন কমিশনের তরফ এ জেলা প্রশাসনের রিপোর্ট তলব করা হয়৷ অন্যদিকে মুখ্যসচিবও জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠান৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ রাস্তার উপর দুটি শিশু খেলা করছিল৷ সেই সময়েই বিস্ফোরণের ঘটনাটি ঘটে৷ রক্তাক্ত অবস্থায়  শিশু দুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৭ বছরের শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ তবে বোমার আঘাতে গুরুতর আঘাতে জখম বছর ছয়ে’র আরও একটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ ভোটের আগে এই বিস্ফোরণ নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে৷ কী ভাবে বিস্ফোরণ ঘটল, তা জানতে চেয়ে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন৷ যেখানেই এই ধরনের ঘটনা ঘটুক না কেন, অবিলম্বে সেই রিপোর্ট দিল্লিতে পাঠানোর কথা বলেছে কমিশন৷

এদিকে বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে পৌঁছন বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় ও অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়৷ অকুস্থল থেকে দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে৷ ব্যাগ দুটিও পরীক্ষা করে দেখা হচ্ছে৷ এই ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ৷ কী ভাবে রাস্তার উপর বোমা এল, কেনই বা এই বোমা রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে৷  

এই ঘটনা প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার বলেন,  বোমা বন্দুকের ঘটনা আজকের নয়৷ ১০ বছর আগেও ছিল৷ ক্ষমতায় আসার সময় বেআইনি অস্ত্র উদ্ধারের কথা বলেছিল তৃণমূল৷ কিন্তু এর পরেও সমাজ থেকে বোমা-বন্দুক যায়নি৷ বরং বাংলায় জঙ্গলরাজ চলছে৷ রাজ্যে বোমা-বন্দুককে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দিয়েছেন৷ এবং বোমা বন্দুক দিয়ে খেলা হবে, সেই জায়গায় নিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গকে৷ আজ একটা শিশুর প্রাণ গিয়েছে৷ এর দায়িত্ব নিতে হবে দশ বছর রাজ্যের আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশমন্ত্রীকে৷ অন্যদিকে এই ঘনার পরেই বাঁকুড়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বল ভেবে খেলতে গিয়ে আজ বোমার আঘাতে একটি শিশুর মৃত্যু হয়েছে৷ আমি এখানে কাজ করলেও, অবিলম্বে তাদের পরিবারের খোঁজ নিতে বলেছি৷ আমি ওই শিশুটির পরিবারের পাশে আছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =