কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনে কোন রকম অশান্তি এড়াতে কেন্দ্রীয় বাহিনীকে যেন স্থানীয় পুলিশের উপরে ভরসা না করে দ্রুত ঘটনাস্থলে পাঠানো যায় সেই লক্ষ্যে নির্বাচন কমিশন আরও বেশি করে গুগল ম্যাপ ও জিপিএস ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে৷ কোথাও কোন গন্ডগোল হলে কেন্দ্রীয় বাহিনীকে একাই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার জন্য এই প্রযুক্তি অত্যন্ত কার্যকরী হবে বলে মুখ্য নির্বাচনি আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে৷
এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে কুইক রেসপন্স টিম ও সেক্টর মোবাইলের মত বাহিনী রাখা হবে৷ এইদিকে অশান্তি মোকাবিলায় আগাম সতর্কতায় কমিশন কলকাতা পুলিশকে শহরের সব ভোট গ্রহণ কেন্দ্রের ঠিকানা সহ ছবি পাঠানোর নির্দেশ দিয়েছে৷ আগামী সপ্তাহের মধ্যেই কমিশনের ওয়েবসাইটে আবশ্যিকভাবে এই ছবি পাঠাতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে৷
অন্যদিকে, আগামী পয়লা এপ্রিল রাজ্যের যে ৩০ টি আসনে ভোট গ্রহণ করা হবে সেখানকার বিশেষভাবে সক্ষম এবং আশি বছরের ঊর্ধ্বে থাকা অশীতিপর ভোটারদের নির্বাচন কমিশন আজ থেকে তাদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া শুরু করেছে। এই পর্বে প্রতিটি বিধানসভা কেন্দ্র গড়ে প্রায় পাঁচ হাজার এইরকম ভোটার রয়েছেন। ছয় জন সদস্যকে নিয়ে গঠিত একটি করে দল এই ভোটগ্রহণের কাজ করছেন। এর পরে তাদের ব্যালট পেপার গুলি রিটার্নিং আধিকারিকের কার্যালয়ে কঠোর নিরাপত্তার মধ্যে বিশেষ স্ট্রং রুমে রাখা হবে বলে মুখ্য নির্বাচনি আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে।