নির্দেশ উড়িয়ে শিক্ষিকাদের দূরে ভোটের ডিউটি, ক্ষোভ শিক্ষা মহলে

খোদ কমিশনের নির্দেশিকা অমান্য করা নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষা মহলে

8af649be147b3d3f6339fd13c27637af

কলকাতা: রাজ্যে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হতে বাকি আর মাত্র ৭ দিন। কিন্তু শিক্ষক শিক্ষিকা তথা শিক্ষা কর্মীদের নির্বাচনী ডিউটির দায়িত্ব নিয়ে জটিলতা এখনও জারি। ভোটের মুখে সরকারি কর্মচারীদের ভোটের দায়িত্ব নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন। এদিন তাতেই যুক্ত হল আরো এক বিতর্ক।

নিজেদের বিধানসভা এলাকার মধ্যেই নির্বাচনী দায়িত্ব দিতে হবে মহিলা ভোট কর্মীদের, এমনটাই দাবি করেছে শিক্ষক সংগঠন। জানা গেছে, মহিলা ভোট কর্মীদের বেশি দূরে ভোটের কাজে না পাঠানোর নির্দেশ দিয়েছিল খোদ কমিশনই। কিন্তু সেই নির্দেশিকা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে নির্বাচন কমিশনকে চিঠিও পাঠানো হয়েছে শিক্ষক সংগঠনের তরফে।

ঠিক কী অভিযোগ উঠেছে? জানা গেছে, কমিশনকে পাঠানো চিঠিতে শিক্ষক সংগঠনের তরফে দাবি করা হয়েছে, নির্দেশিকা অমান্য করে অনেক মহিলা ভোট কর্মীকেই নিজেদের বিধানসভা এলাকার বাইরে ভোটের ডিউটি দেওয়া হচ্ছে। অবিলম্বে এই নির্দেশ প্রত্যাখ্যান না করলে শিক্ষিকারা তাঁদের দায়িত্ব পালনে বিরত থাকবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে। গত ৫ মার্চ নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের চিঠি দিয়ে মহিলা ভোট কর্মীদের দায়িত্ব সংক্রান্ত নির্দেশিকাটি জারি করেছিল।

সূত্রের খবর, নির্বাচন কমিশনের নির্দেশ পাওয়ার পরেই মুখ্য নির্বাচনী আধিকারিক জেলায় জেলায় ইলেকশন অফিসারদের জানিয়ে দেন সেই নির্দেশিকা। কিন্তু তার পরেও নাকি তা অমান্য করা হয়েছে। বহু মহিলা ভোট কর্মীকে ভোটের ডিউটিতে পাঠানো হয়েছে বিধানসভা এলাকার বাইরে অবস্থিত কেন্দ্রে। যা নিয়ে স্বভাবতই ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষক মহলে। শুধু তাই নয়, খোদ কমিশনের জারি করা নির্দেশিকা কেন এভাবে অমান্য করা হচ্ছে তা নিয়েও উঠে গেছে একাধিক প্রশ্ন। শিক্ষানুরাগী মঞ্চ জানিয়েছে, এ নিয়ে মহিলা ভোট কর্মীরা আতঙ্কিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *