দেশের বিকৃত মানচিত্রের ‘লজ্জা’ ঢালক পুরসভা! নির্বাচনে বড় এজেন্ডা বিজেপির

দেশের বিকৃত মানচিত্রের ‘লজ্জা’ ঢালক পুরসভা! নির্বাচনে বড় এজেন্ডা বিজেপির

c473e23fcae87734f0e0cc9279276d81

কলকাতা: প্রজাতন্ত্র দিবসে ভারতের বিকৃত মানচিত্র প্রকাশ করেছে কলকাতা পুরসভা। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। ভারতের মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চীনকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু, এই ত্রুটিপূর্ণ বিতর্কিত মানচিত্র কলকাতা পুরসভা থেকে প্রকাশ হল কি করে তাই নিয়ে সরগরম ছোট লালবাড়ি। বিতর্কের মুখে মানচিত্র মুছে বিতর্ক ঢাকার চেষ্টা পুরসভার৷

ইতিহাস ঘাঁটলে দেখা যাবে কলকাতা পুরসভার ওয়েবসাইট হ্যাকিং নতুন ঘটনা নয়। এর আগেও পাকিস্তানি হ্যাকাররা কলকাতা পুরসভার ওয়েবসাইট হ্যাক করেছে। তবে এই কিছুদিন আগের কথা, পুরসভায় বিগত বছরের এন পি আর'এর তালিকা প্রকাশ করা হয়েছিল। যখন তৃণমূল কংগ্রেস সরকার এন পি আরের বিরোধিতা করছে, সেই সময় এই তালিকা তৃণমূল পরিচালিত কলকাতা  পুরবোর্ড থেকে কিভাবে প্রকাশিত হয়েছিল, তার তদন্ত চলছে।

কিন্তু এই মানচিত্র প্রকাশিত হয়েছে কলকাতা পুরসভার ফেসবুক পেজে। সেই মানচিত্রে মেয়র ফিরহাদ ববি হাকিমের ছবি সহ প্রকাশিত হয়েছে।

তবে উল্লেখযোগ্য বিষয় হল, পুরভোটের মাস দুয়েক আগেই এই বিতর্ক তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপিকে অস্ত্র দিয়েছে। বিজেপি নেতারা বলতে শুরু করেছেন, মেয়র ফিরহাদ হাকিম এক সময় কলকাতায় 'মিনি পাকিস্তান' দেখতে এক পাক সাংবাদিককে গার্ডেনরিচ এলাকা ঘোরাতে নিয়ে গিয়েছিলেন। সুতরাং, তাঁর দিয়ে পুরসভার তরফে ভারতের বিকৃত মানচিত্র বেরোবে তা বলাই বাহুল্য।

কলকাতা পুরসভার ভোটে বিজেপি এখন এজেন্ডা খুঁজছে। তবে, পাকিস্তান বিজেপির সর্বকালীন এজেন্ডা। সেক্ষেত্রে , মেয়রের ছবি দিয়ে বিকৃত ভারতের মানচিত্র এবং পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চীনের অংশটি ভারত থেকে বিচ্ছিন্ন দেখানো তৃণমূলের বিরুদ্ধে কাজে লাগবে বিজেপি। যদিও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং ডেপুটি মেয়র অতিন ঘোষ বিষয়টি খতিয়ে দেখছেন। এই ঘটনাই করা ষড়যন্ত্র করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *