মুম্বই: ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক যেন থামছেই না। মুক্তির আগে থেকেই চর্চায় ছিল সুদীপ্ত সেন পরিচালিত এই সিনেমা। মুক্তির পরেও থেমে নেই বিতর্ক… একাধিক রাজ্যে নিষিদ্ধ হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। এবার ফোন করে হুমকি দেওয়া হল ছবির এক কলাকুশলীকে। ছবির পরিচালক সুদীপ্ত সেন থানায় অভিযোগ দায়ের করার পর বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। পরিচালকের অভিযোগ, তাঁর ছবিতে কাজ করার জন্যই ওই কলাকুশলীকে হুমকি দেওয়া হয়েছে। ফোনে হুমকি দিয়ে বলা হয়, এই ছবি তৈরি করে ভাল কাজ করেননি ছবির নির্মাতা এবং কলাকুশলীরা। এমনকি, ওই শিল্পীকে বাড়ি থেকে একা না বেরোনোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। যদিও অভিযোগ পাওয়ার পরই ওই শিল্পীকে পুলিশের তরফে নিরাপত্তা দেওয়া হয়েছে।
তবে, দ্য কেরালা স্টোরি নিয়ে এই বিরোধিতা একাবারেই নতুন নয়। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের জল গড়িয়েছে আদালতে। জোর করে ধর্মান্তকরণ, লভ জিহাদ সংক্রান্ত বিষয়ের আধারে তৈরি হয়েছে এই সিনেমা। ট্রেলারে দাবি করা হয় যে, কেরলের ৩২ হাজার মহিলা নিখোঁজ। পরে নাকি তাঁরা সন্ত্রাসবাদীগোষ্ঠী আইএস-এ যোগ দেন। ট্রেলারের ওই দাবি ঘিরেই বিতর্কের সূত্রপাত… যদিও অনেক আইনি জটিলতা কাটিয়ে গত ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’।
মধ্যপ্রদেশ আগেই করমুক্ত ঘোষণা করেছে এই সিনেমাকে। এবার একই পথে হাঁটল উত্তরপ্রদেশ। মঙ্গলবার থেকে যোগী রাজ্যে করমুক্ত করা হল ‘দ্য কেরালা স্টোরি’। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এই প্রসঙ্গে বলেন- ‘‘আমি চাই উত্তরপ্রদেশের জনগণ দেখুন ও জানুন, আমাদের বোনেরা কী ভাবে যন্ত্রণা পেয়েছেন।’’
এর আগে দিল্লিতেও আম আদমি পার্টির সরকারের কাছে ছবিকে করমুক্ত করার দাবি জানিয়েছে বিজেপি। মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশে ‘দ্য কেরালা স্টোরি’ করমুক্ত হলেও বাকি একাধিক রাজ্যে নিষিদ্ধ হয়েছে এই সিনেমা। ইতিমধ্যেই তামিলনাড়ুর সব হল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বিতর্কিত এই বলিউড সিনেমা। সোমবার পশ্চিমবঙ্গেও নিষিদ্ধ করা হয়েছে সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি। এদিকে, সিনেমা নিয়ে যারা বিরোধিতা করছেন, তাদের উদ্দেশ্যে মুখ খুললেন ‘দ্য কাশ্মীর ফাইল্স’ খ্যাত বলিউড অভিনেতা অনুপম খের। এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘‘প্রতি বার এই একই মুখগুলো এই ধরনের ছবির সমালোচনা করেন, এবং এঁদের সর্বত্র দেখতে পাওয়া যায়। সিএএ বিরোধী মিছিল থেকে জেএনইউয়ের প্রতিবাদ, বা শাহীন বাগের আন্দোলন— যাই হোক না কেন। এঁরাই ‘দ্য কাশ্মীর ফাইল্স’-এরও বিরোধিতা করেছিলেন। আমি জানি না, এঁদের উদ্দেশ্য কী, আর আমি এঁদের বিশেষ গুরুত্বও দিই না। এঁরা বরং এখন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন”।
তবে বিতর্ক, নিষেধাজ্ঞা যতই হোক না কেন ‘কেরালা স্টোরি’র সাফল্য আটকাণো যাচ্ছেনা। মুক্তির এই ক’ দিনেই ‘দ্য কাশ্মীর ফাইল্স’কেও ছাপিয়ে গিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’র আয়। মুক্তির
- প্রথম দিনে দেশব্যাপী বক্স অফিস কালেকশন- ৮ কোটি ৩ লক্ষ টাকা
- দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন- ১২ কোটি ৫০ লক্ষ টাকা
- তৃতীয় দিনের রোজগার- ১৬ কোটি ৫০ লক্ষ টাকা
চতুর্থ দিনে প্রায় ১০ থেকে ১১ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। অর্থাৎ, মঙ্গলবার পর্যন্ত ছবির মোট আয় পৌঁছে গিয়েছে ৪৮ কোটি টাকার কাছাকাছি। স্বল্প বাজেটের ছবির ক্ষেত্রে যা অনেকটাই বেশি।