করো‌না রুখতে ইসকন মন্দিরে ছেটানো হল গোমূত্র, তুঙ্গে বিতর্ক

করো‌না রুখতে ইসকন মন্দিরে ছেটানো হল গোমূত্র, তুঙ্গে বিতর্ক

মুম্বই: করোনা ভাইরাস নিয়ে মা‌নুষের আতঙ্ক যত বাড়ছে,  অন্ধ বিশ্বাসের প্রতি মানুষ তত ঝুঁকছে। গোমূত্র করোনা সারাবে এই গুজব বেশ কিছুদিন আগে থেকেই উঠেছিল। এবার ইসকন মন্দির হ্যান্ড স্যানিটাইজার হিসেবে গোমূত্রের স্প্রে দেওয়া শুরু করল। মুম্বইয়ের ইসকনে এই ঘটনা ঘটেছে। এক ব্যক্তি টুইটারে এই খবর প্রকাশ করতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

মুম্বইয়ের ইসকনে ইসকন মন্দির ঢোকার আগে হাতে গোমূত্র স্প্রে করা হচ্ছে বলে  টুইটারে রাজু পি নায়ার নামে এক ব্যক্তি জানিয়েছেন। তিনি লিখেছেন, এক বন্ধুর সঙ্গে তিনি গিয়েছিলেন ইসকন মন্দিরে। দুপুরে খাওয়ার জন্য মন্দির প্রাঙ্গনের গোবিন্দ নামের একটি রোস্তরাঁতে ঢোকে‌ন। সেই সময় এক সিকিউরিটি গার্ড তাঁদের হাতে একটা স্প্রে করেন। সেটা থেকে অদ্ভুত খারাপ গন্ধ বের হয়। এরপরেই তাঁরা জিজ্ঞাসা করেন, কিসের স্প্রে। সিকিউরিটি গার্ড জানান গোমূত্র। টুইটারে এই ঘটনাকে কেন্দ্র করে দ্বিধাভক্ত হয়ে গিয়েছে। এক দল সমর্থন করেছে তো অন্য পক্ষ এর বিরোধিতা করেছে।

করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সম্প্রতি হিন্দু গোমূত্র পার্টির আয়োজন করা। বেশ কয়েক জায়গাতেও করোনা ভাইরাস প্রতিরোধ করতে গোমূত্র দেওয়া হয়েছে বলে জা‌না গিয়েছে। তবে এভাবে হ্যান্ড স্যানিটাইজার হিসেবে কোনও মন্দির চত্বরে গোমূত্র স্প্রে করার নির্দশন মেলেনি। ভারতের মধ্যে মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষ এই ভাইরাসের আক্রান্ত হয়েছেন। আক্রান্তের নিরিখে কেরলকে অনেক আগেই ছাপিয়ে গিয়েছে এই রাজ্য। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৯। ভারতে মোট ১২৫ জন।  

বাণিজ্য নগরীতে ভয়াল আকার নিচ্ছে করোনাভাইরাস। নতুন করে ৪ জনের শরীরে সংক্রমণের নমুনা পাওয়া গিয়েছে বলে খবর। সোমবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন। বৈঠকের পর মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন,  ” করোনায় আক্রান্ত হওয়া কারও অপরাধ নয়। তাঁদের অবশ্যই যথাযথ চিকিৎসা এবং মনস্তাত্ত্বিক সহায়তা দেওয়া প্রয়োজন। রাজ্যের জনগণের স্বার্থেই মহামারী নিরোধক আইন তৈরি করা হয়েছে এবং জেলা প্রশাসনকে অবশ্যই এই রোগটি সম্পর্কে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে”। যাদের শরীরে কোভিড-১৯ ভাইরাসের লক্ষ্মণ ধরা পড়েছে তাদের 'হোম কোয়ারান্টাইন' রাখার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার।পাশাপাশি আক্রান্তদের বা হাঁতে একটি বিশেষ  “স্ট্যাম্প” দেওয়ার মতো নজিরবিহীন সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 13 =