সাবধান! বাজার চলতি এই ৯১টি ওষুধ খেলেই বিপদ! সতর্কতা কেন্দ্রের

সাবধান! বাজার চলতি এই ৯১টি ওষুধ খেলেই বিপদ! সতর্কতা কেন্দ্রের

নয়াদিল্লি: মান নির্ণায়ক পরীক্ষায় ডাহা ফেল দেশের বহুল ব্যবহৃত প্রায় ৯১টি ওষুধ৷ কমপক্ষে ৪০টি খ্যাতনামা কোম্পানিতে প্রস্তুত করা হয় ওই ওষুধ থেকে সতর্কতা জারি কেন্দ্রের৷ জানা গিয়েছে, মূলত এই ওষুধগুলি রক্তচাপ, বুক জ্বালা, গল ব্লাডারে স্টোন, অ্যাসিডিটি, অম্বল গ্যাস ইত্যাদি সমস্যায় ব্যবহৃত হয়৷ এছাড়াও একাধিক অ্যান্টি বায়োটিক, আয়রন সাপ্লিমেন্ট, চোখের ওষুধ, ড্রপও রয়েছে এই তালিকায়৷ 

দেশের ওষুধের মান যাচাইকারী শীর্ষ সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও-র পরীক্ষায় এই ৪০ সংস্থার ৯১টি ওষুধ গুণ ও মান যথাযথ নয় বলে বিবেচিত হয়েছে৷ ফলে ওই সংস্থাগুলিকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র৷ নির্দেশ দেওয়া হয়েছে, ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাসের মধ্যে বাজার থেকে প্রায় ৯১টি ওষুধ তুলে নেওয়ার জন্য৷ 

কেন্দ্রীয় ড্রাগ ল্যাবরেটারির এক প্রাক্তন শীর্ষ অধিকর্তার সংবাদমাধ্যমে জানিয়েছেন, ত্রুটিযুক্ত ওষুধ বাজারে চলতে দেওয়া উচিত নয়৷ তাই কেন্দ্রীয় সংস্থার পদক্ষেপ যথাযথ বলে মনে করা হচ্ছে৷ 

সূত্রের খবর, এইসব ওষুধগুলি বাতিলের কারণ মূলত ওষুধে প্রয়োজনীয় নিরাময়যোগ্য উপাদানের চেয়ে অপ্রয়জনীয় দ্রব্যাদির আধিক্য রয়েছে৷ তাই ওই সমস্ত ওষুধ সেবনে রোগীর রোগ নিরাময় তো সহজে হবেই না, উপরুন্তু অসুখ অল্প দিনের চিকিৎসায় নিরাময় হচ্ছে না৷ অসুখও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা থাকছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 1 =