নয়াদিল্লি: সদ্য প্রকাশিত হয়েছে নয়া ভোটার তালিকা৷ সেই তালিকা প্রকাশ হতে না হতেই এবার ভুয়ো ভোটার কার্ড চিহ্নিতকরণে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের৷ ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির লক্ষ্যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযোগের নয়া আইন আনতে চলেছে কেন্দ্র৷
আইন মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির প্রস্তাব, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযোগ করা গেলে ভুয়ো ভোটার চিহ্নি করা সম্ভব হবে৷ আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণের বিষয়ে একাধিকবার নানান সওয়াল করে এসেছে নির্বাচন কমিশন৷ এবার ভুয়ো ভোটারদের চিহ্নিতকরণ করে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করার বিষয়ে আইন মন্ত্রক নয়া পদক্ষেপ নিতে চলেছে৷
আইন মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টে সাফ জানানো হয়েছে, গণতন্ত্রের স্বার্থে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা প্রয়োজন৷ কেন্দ্রের উচিত এ নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া৷
এর আগেও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড ও মোবাইল ফোন নম্বরের সংযুক্তিকরণ হয়েছে৷ তা নিয়ে কম বিতর্ক হয়নি৷ এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে চর্চা শুরু হয়েছে৷
যদিও এর বছর ৫ আগে নির্বাচন কমিশন নিজে থেকেই ওই সংযুক্তিকরণের কাজ শুরু করেছিল৷ ২০১৫ সালে সুপ্রিম কোর্ট জনতার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার অধিকার নিয়ে প্রশ্ন তোলে৷ পরে তা বন্ধ হয়ে যায়৷ এখন এবার আইনে পরিবর্তন এনে সংযুক্তিকরণের কাজ সেরে ফেলার লক্ষ্যমাত্রা নিতে চলছে কেন্দ্র৷