কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবেই। এটা নিশ্চিত। এই সরকারের মুখ্যমন্ত্রী বাঙালি। এই বাংলায় জন্মেছেন। বাংলায় কথা বলেন – জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি ক্ষমতায় এলে অবাঙালিরাই মুখ্য চরিত্রে থাকবেন – এমন ধারণাকে নস্যাৎ করে অমিত শাহ বলেছেন, মুখ্যমন্ত্রী কে হতে পারেন তা সিদ্ধান্ত নেবে বিজেপির সংসদীয় কমিটি। সেই সিদ্ধান্ত এখনই নয়। তবে বাঙালি হবেন, বাংলার ভূমিপুত্র হবেন তা নিশ্চিত। কলকাতায় এসে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ভারতে নির্বাচনে সাফল্য পাওয়ার প্রচলিত রসায়ন রয়েছে। কোনও বিশেষ মুখকে ঘিরে এদেশের রাজনীতি আবর্তিত হয়েছে। সুতরাং, প্রশ্ন যখন বিধানসভা নির্বাচন, তার প্রাথমিক প্রয়োজনীয়তা এবং সাফল্য পাওয়া বা ধরে রাখার অন্যতম রাস্তা মুখ-রাজনীতি। মুখ ছাড়া যে কোনও রাজনৈতিক দলের পক্ষে সঠিকভাবে নির্বাচনে লড়াই করা কঠিন হয়ে পড়ে।
তবে প্রচলিত রসায়নের চেনা ফর্মুলা প্রয়োগ না করে জয় পাওয়া অসম্ভব, এমন নয়। অনেকক্ষেত্রে মুখের অভাব স্পষ্ট হয়ে ওঠে। ভোটের ময়দানে কোন মুখ বিশ্বাসযোগ্য মুখ না পেলে এই রসায়নের পথে হেঁটে লাভ নেই – রাজনৈতিক দলগুলি তা বুঝতে দেরি করে না। পশ্চিমবঙ্গে বিজেপি মুখ-হীনতায় ভুগছে। গত বছরের অগাস্ট মাসে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (পশ্চিমবঙ্গের প্রধান পর্যবেক্ষক) কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন, বিজেপি তখনও পর্যন্ত মুখ্যমন্ত্রিত্বের মুখ ঠিক করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নির্বাচনে লড়বে বিজেপি। ক্ষমতায় আসার পর বিধানসভায় নির্বাচিত দল কেন্দ্রীয় পার্টি সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রী ঠিক করবে।
এর পর থেকেই বিজেপি নেতারা বলছেন, একুশে তাদের একমাত্ৰ মুখ নরেন্দ্র মোদি। বাংলার জনতা মোদিকে দেখেই ইভিএম-এ পদ্ম ফুল চিহ্নের পাশের বোতামে চাপ দেবে। কিন্তু, স্বাভাবিক প্রশ্ন, মোদি কী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন, নাকি এখানে ভোটে দাঁড়াবেন? যদি উত্তর না হয়, তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তার জায়গায় কে বসবেন ক্ষমতার চেয়ারে? বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন? এই উত্তর পরিষ্কার ভাবে না দিতে পারলে বাংলায় বিজেপির সুযোগ সীমিত থেকে যাবে। “ভোটে জিতব, তারপর দল দেখবে, কাকে মুখ্যমন্ত্রী করা যায়।” – এই যুক্তিতে বাংলার জনতা কতটা প্রভাবিত হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। ঠিক এইসব কথা ভেবেই বাংলায় মুখ্যমন্ত্রী বাঙালি হবেন, তা পরিষ্কার করে দিয়েছেন অমিত শাহ।