best school
কলকাতা: শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য রাজ্যের ৫২ জন শিক্ষককে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হবে। শিক্ষা দফতর থেকে সেই তালিকাও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শিক্ষকদিবসে ১৩টি সেরা স্কুলকেও সম্মানিত করা হবে। এই শিক্ষকদের বাতে শিক্ষারত্নের পুরস্কার তুলে দেবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরস্কার প্রাপক শিক্ষকদের ২৫ হাজার টাকার চেক-সহ অন্যান্য উপাহার দেওয়া হবে। মূলত যাঁরা স্কুলের পরিবেশে বদল এনেছেন, স্কুলছুটদের স্কুলমুখো করেছেন, তাঁদেরই সেরা শিক্ষক হিসাবে বেছে নেওয়া হয়েছে৷ অন্যদিকে, সেরা স্কুলগুলি পাবে এক লক্ষ টাকা৷
জানা গিয়েছে, এই ৫২ জন শিক্ষকের মধ্যে ১২ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়, ২৫ জন মাধ্যমিক স্কুল এবং ১৫ জন প্রাথমিকের শিক্ষক৷ প্রায় সব জেলা থেকেই একজন বা দু’জন করে শিক্ষককে শিক্ষারত্ন সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। বছরভর উল্লেখযোগ্য কাজের জন্যেই তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে৷
যেসব স্কুলকে এবার পুরস্কৃত করা হবে, তাদের মধ্যে বিভিন্ন জেলার রামকৃষ্ণ মিশন স্কুল রয়েছে। তবে উল্লেখ্য বিষয় হল, সেরা স্কুলের পুরস্কার ছিনিয়ে নিয়ে এবার হ্যাট্রিক করল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। প্রধান শিক্ষক ইশতেশানন্দ মহারাজ বলেন, ‘২০১৭ ও ২০২১ সালেও আমরা এই পুরস্কার পেয়েছিলাম৷ এবারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল সার্বিকভাবেই ভালো হয়েছে। সেই কারণেই শিক্ষাদফতর আমাদের স্কুলকে বাছাই করেছে।’