করোনা আতঙ্কে অনিশ্চিত ঠাকুরনগরের মতুয়া মেলা, নয়া আর্জি রাজ্যের

করোনা আতঙ্কে অনিশ্চিত ঠাকুরনগরের মতুয়া মেলা, নয়া আর্জি রাজ্যের

কলকাতা: করোনার ত্রাসে স্তব্ধ গোটা দেশ৷ গৃহবন্দি গোটা বিশ্ব৷ প্রভাব পড়েছে অর্থনীতিতেও৷ মুখ থুবড়ে পড়েছে দেশীয় শেয়ারবাজার৷ করোনা রুখতে ইতিমধ্যেই একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে কেন্দ্র ও রাজ্য সরকার৷ বন্ধ হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ হাইকোর্টেরও স্বাভাবিক কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ করোনা কাঁটায় পিছিয়ে যেতে চলেছে পুরসভা নির্বাচন৷ এবার করোনার গেরোয় থমকে যেতে চলেছে ঠাকুরনগরের মতুয়া মেলা৷

আগামী সপ্তাহ থেকে মতুয়া মেলা ঠাকুরনগর ও চৈত্র মাসে তারকেশ্বর মেলা শুরু হচ্ছে৷ সক্রমণ ঠেকাতে ওই মেলাগুলিও পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ আগামী ২১ মার্চ উত্তর ২৪ গরগনায় ঠাকুরনগরে মতুয়া মেলা হওয়ার কথা৷ মেলা উপলক্ষ্যে লক্ষ লক্ষ মানুষের জনসমাগম হয় সেখানে৷ সূত্রের খবর, রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই মতুয়া মেলা কমিটির কাছে অনুরোধ করা হয়েছে, ২১ মার্চ নির্ধারিত সূচি মেনে পুজো হোক৷ কিন্তু মেলার দিন পিছিয়ে দেওয়া হোক৷ যদিও, পুজো বা স্নানযাত্রা উপলক্ষ্যে ঠাকুরনগরে ভিড় জমান ভিন রাজ্য ও জেলার কয়েক লক্ষ মানুষ৷ কিন্তু, পুজো নির্দিষ্ট সূচি মেনে করার আর্জি জানানোর পাশাপাশি মেলার দিন পিছিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে৷ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মেলা করার বিষয়েও আর্জি জানানো হয়েছে কর্তৃপক্ষকে৷ ফলে পরিস্থিতি যা, তাতে ঠাকুরনগরের মেলা পিছিয়ে যাওয়ার আশঙ্কা প্রবল৷ তবে, মেলার আদৌ পিছিয়ে যাচ্ছে কি না কিংবা পূর্বের সূচি মেনে মেলে হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি৷ চৈত্র মাসে তারকেশ্বর মেলা নিয়েও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷

অন্যদিকে, করোনা রুখতে বাংলায় একগুচ্ছ বিধি-নিষেধ জারি করা হয়েছে৷ বিশেষ সতর্কতাও জারি হয়েছে৷ আগামী ৩১ মার্চ পর্যন্ত সায়েন্সসিটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বন্ধ করা হয়েছে জাদুঘর৷ আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্দেশিকা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে৷ ভারতীয় সংগ্রহশালা তরফে বিজ্ঞপ্তি জারি করে জাদুঘর বন্ধ করার ঘোষণা করা হয়েছে৷ বেলুড় মঠেও বিধিনিষেধ জারি হয়েছে৷ কলকাতা হাইকোর্টের স্বাভাবিক কাজও থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ অন্যদিকে, পুলিশ কমিশনারের নির্দেশে করোনা সচেতনতামূলক প্রচার কর্মসূচি শুরু করেছে কলকাতা পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − fourteen =