টেট-এর প্রশ্নপত্র ফাঁস! ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’, তোপ শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের

টেট-এর প্রশ্নপত্র ফাঁস! ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’, তোপ শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের

tet

কলকাতা: শিক্ষক পদে নিয়োগের জন্য রবিবার টেট পরীক্ষার আয়োজন করেছিল রাজ্য৷ পরীক্ষা ঘিরে ছিল বজ্র আঁটুনি৷ কিন্তু তার পরেও পরীক্ষা  চলাকালীন সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নপত্র ভাইরাল হয়ে যায়। ‘WB TET SLST SET CTET preparation’ নামে একটি পেজ থেকে প্রশ্নপত্র ফাঁস করা হয়৷ যা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। পরীক্ষার্থীদের একাংশ বলছেন, ভাইরাল হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের মিল রয়েছে। যদিও পর্ষদ সভাপতির দাবি, এমন কোনও অভিযোগ তিনি পাননি। পর্ষদের আরও বক্তব্য, যে সময় প্রশ্নপত্রটি ভাইরাল হয়েছে, সেই সময় পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র পরীক্ষা দিচ্ছেন। ফলে তারা এর থেকে উপকৃত হননি। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৪০মিনিট আগে প্রশ্নপত্রটি সোশ্যাল মিডিয়ায় আসে৷ কোনও অসাধু চক্র ইচ্ছাকৃত পর্ষদকে কালিমালিপ্ত করতে এই কাণ্ড ঘটিয়েছে৷  বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা, বাড়তি গণ পরিবহণ, পরীক্ষা হলে কড়াকড়ির পরও কী ভাবে প্রশ্ন ফাঁস হল তা এখনও অস্পষ্ট৷ 

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী৷ তিনি বলেন, ‘‘টেট পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁস প্রমাণ করেছে ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’। আসলে ‘সর্ষের মধ্যেই ভূত’। তাছাড়া বছর বছর টেট পরীক্ষা নিয়ে কি হবে? নিয়োগই তো হচ্ছে না। ২০১৭, ২০২২-এর ২০২৩। আগের নিয়োগ এখনও হল না! নিয়োগ না হলে বারবার পরীক্ষার মূল্য কোথায়? দুর্নীতিমুক্ত ভাবে নিয়োগ করে স্বচ্ছতার প্রমাণ দিতে পারবে কি শিক্ষা দফতর?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 6 =