বড়দিনের আগেই বড় খবর! টেট উত্তীর্ণদের প্রথম দফার ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ

বড়দিনের আগেই বড় খবর! টেট উত্তীর্ণদের প্রথম দফার ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ

26bc295aee2016ddc0758537db066883

কলকাতা: নতুন বছর শুরু হওয়ার আগেই সুখবর! ২০১৪ এবং ২০১৭ সালের প্রাথমিকে টেট উত্তীর্ণদের নিয়োগের জন্য প্রথম দফার ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার অর্থাৎ ২৭ ডিসেম্বর কলকাতায় ইন্টারভিউ হবে। রেজিস্ট্রেশনের সময় যে সকল প্রার্থীরা ইন্টারভিউয়ের স্থল হিসাবে কলকাতাকে বেছে নিয়েছিলেন,  ওই দিন তাঁদের ডাকা হবে। উৎসবের মরসুমে স্বভাবতই এই খবরে খুশির হাওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে৷ 

আরও পড়ুন- নৌসেনার ঐতিহাসিক সিদ্ধান্ত! বিশেষ কমান্ডো বাহিনী ‘মার্কোসে’ এ বার মহিলারাও

ওই বিজ্ঞপ্তিতে পর্ষদের তরফে আরও জানানো হয়েছে, মঙ্গলবার কোথায় ইন্টারভিউ হবে, কখন হবে, সবটাই ইমেল মারফত প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগের পোর্টালেও কল লেটার দেওয়া থাকবে। চাইলে সেখান থেকেও চাকরিপ্রার্থীরা ডাউনলোড করে নিতে পারবেন।

 
কী কী নথি নিয়ে ইন্টারভিউ দিতে যাবেন চাকরিপ্রার্থীরা?

এই সংক্রান্ত সমস্যা সমাধানে নির্দিষ্ট করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, চাকরিপ্রার্থীদের টেটের অ্যাডমিট কার্ড, টেটে উত্তীর্ণ হওয়ার নথি, বিএড অথবা ডিএলএড/ ডিএড-এর মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা শংসাপত্র, উচ্চমাধ্যমিকের মার্কশিট, কলেজ পাশের মার্কশিট, পরিচয় পত্র হিসাবে ভোটার বা আধার কার্ড, নিজের একটি পাসপোর্ট সাইজ ফটো এবং জাতিগত শংসাপত্র থাকলে তা সঙ্গে রাখতে হবে।

জানা গিয়েছে, গোটা ইন্টারভিউ প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করতে ভিডিওগ্রাফি করা হবে৷ সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের। যে ভাবে একের পর এক নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে এসেছে, তাতে আগে থেকেই স্বচ্ছতা বজায় রাখতে চাইছে পর্ষদ। পাশাপাশি পর্ষদের বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে, কোনও প্রার্থী ‘অযোগ্য’ হলে তাঁকে ইন্টারভিউতে বসতেই দেওয়া হবে না।

প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হতেই সল্টলেক করুণাময়ীতে আন্দোলনে বসেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা৷ তাঁদের দাবি ছিল, ইন্টারভিউ ছাড়াই চাকরি দিতে হবে৷ কিন্তু পর্ষদ তাদের অনস্থান থেকে সরেনি৷