নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, উত্তাল করুণাময়ী, টেনেহিঁচড়ে সরাল পুলিশ

নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, উত্তাল করুণাময়ী, টেনেহিঁচড়ে সরাল পুলিশ

tet 2022

কলকাতা: চাকরি চাই৷ নিয়োগের দাবি তুলে মঙ্গলবার ফের পথে আন্দোলনে নামেন ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ শুরু করেন তাঁরা। করুণাময়ী মোড়ে প্ল্যাকার্ড, ব্যানার হাতে রাস্তার উপরেই বসে পড়েন তাঁরা৷ চাকরিপ্রার্থীদের বাধা দেয় পুলিশ৷ শুরু হয় বচসা৷ এর পর টেনেহিঁচড়ে চাকরিপ্রার্থীদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়৷ এই টানা হেঁচড়ার মধ্যেই আহত হন বেশ কয়েক জন চাকরিপ্রার্থী। যার জেরে এক জন অসুস্থও হয়ে পড়েন।

বিক্ষোভকারীরা জানান, ২০২২ সালে তাঁরা টেট পাশ করেছেন। এখনও ইন্টারভিউ হয়নি৷ এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়নি। নিয়োগের দাবি জানিয়েই মঙ্গলবার সকাল থেকে শুরু হয় তাঁদের বিক্ষোভ৷ ব্যপক অস্থিরতা তৈরি হয় করুণাময়ী মোড়ে। পুলিশ এসে বিক্ষোভকারীদের উঠে যেতে বললে তাঁরা রাজি হননি। এর পরই জোর করে তাঁদের সরিয়ে দেওয়া হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =