ষষ্ঠীর সকালে মিলল খবর, সেজে উঠছে গগনযান, এই পুজোতেই পাড়ি দেবে মহাকাশে

ষষ্ঠীর সকালে মিলল খবর, সেজে উঠছে গগনযান, এই পুজোতেই পাড়ি দেবে মহাকাশে

News Update

বেঙ্গালুরু: হাতের মুঠোয় চাঁদ ধরার পর সূর্যের পথে পাড়ি দিয়েছে ইসরোর তৈরি মহাকাশযান৷ তবে এবার আরও বড় চ্যালেঞ্জ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সামনে৷ মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুনি নিচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা৷ সেই উদ্দেশে পরীক্ষামূলকভাবে মহাকাশে পাড়ি দেবে গগনযান৷ কিন্তু কবে? সেই সুখবর এল পুজোর মরশুমেই৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ঘোষণা করলেন, গগনযানের টেস্ট-ড্রাইভ বা পরীক্ষামূলক উৎক্ষেপণ হতে চলেছে। রকেটের জ্বালানি পরীক্ষা করে দেখা হচ্ছে। লঞ্চ প্যাডে সেজেগুজে হাজির মহাকাশযান। সব ঠিক থাকলে এই পুজোতেই মহাকাশে পাড়ি দেবে গগনযান। তবে এখনই মানুষ নিয়ে পাঠানো হবে না। পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হলেই মানুষ নিয়ে মহাকাশে যাওয়ার প্রস্তুতি শুরু করে দেওয়া হবে৷ (News Update)

বৃহস্পতিবার গগনযান-এর রকেটের ক্রায়োজেনিক ইঞ্জিনের সফল পরীক্ষা করে ইসরো। ৭২০ সেকেন্ড বা ১২ মিনিটের জন্য এই পরীক্ষা করা হয়। এর আগে এত বেশি সময় ধরে গগনযান অভিযানের রকেটের ইঞ্জিনের পরীক্ষা করেনি ইসরো৷ মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, গগনযান অভিযানের উদ্দেশে যে ক্রায়োজেনিক ইঞ্জিন বানানো হয়েছে, এ বারের পরীক্ষায় তার সবকটি লক্ষ্যে নিখুঁত ভাবে পৌঁছনো সম্ভব হয়েছে। তবে এখানেই শেষ নয়, ক্রায়োজেনিক ইঞ্জিনের আরও চারবার পরীক্ষা হবে। সব মিলিয়ে মোট ১ হাজার ৮১০ সেকেন্ড বা ৩০ মিনিট ১৬ সেকেন্ড ধরে পরীক্ষা করা হবে।

গগনযানে থাকছে ক্রু এস্কেপ সিস্টেম (সিইএস)৷ মহাকাশে র্ঘটনার হাত থেকে ভারতীয় মহাকাশচারীদের বাঁচাতে এই ব্যবস্থার উপরেই ভরসা রাখছে ইসরো। মহাকাশে জরুরি পরিস্থিতি তৈরি হলে এই প্রযুক্তিই দেশের মহাকাশযাত্রীদের প্রাণ রক্ষা করবে বলে দাবি ইসরোর। ২১ অক্টোবর সকাল ৭টা থেকে ৮টার মধ্যে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ হওয়ার কথা। অর্থাৎ হাতে আর ২৪ ঘণ্টা বাকি নেই৷ চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 3 =