নিজাম প্যালেসের বাইরে উত্তেজনা যত বাড়বে তত ধারালো হবে CBI অস্ত্র!

নিজাম প্যালেসের বাইরে উত্তেজনা যত বাড়বে তত ধারালো হবে CBI অস্ত্র!

032a3c0364bd91ea3c12095bc9494c81

কলকাতা: নিজাম প্যালেসের বাইরে তৃণমূল সমর্থকদের ধুন্ধুমার কাণ্ডে আখিরে ফায়দা হতে পারে সিবিআই-এর৷ এমমটাই মনে করা হচ্ছে৷ এই অশান্তির জেরেই সশরীরে নয়, বরং ভার্চুয়ালি ব্যাঙ্কশাল আদালত পেশ করা হল দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় সহ মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে৷ ব্যাঙ্কশাল আদালতে শুরু হয়েছে শুনানি৷ 

আরও পড়ুন- মমতার জন্যই অশান্তি বাড়ছে বাংলায়! FIR দায়ের দিলীপের

অনেকেই মনে করছেন, বাইরে যত বেশি গন্ডোগোল হবে, উত্তেজনা বাড়বে, ততটাই বড় যুক্ত তৈরি হবে সিবিআই-এর কাছে৷ তারা আদালতকে বলতে পারবে বাইরে এতখানি অশান্তি ছিল যে, তাঁদেরকে আদালতে তোলা যায়নি৷ কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত আক্রান্ত হয়েছে৷ মদন মিত্রের সময়েও একই ঘটনা ঘটেছিল৷ সেই সময়েও বাইরে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল৷ সেই জমায়েতকে সাক্ষী রেখেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল৷ আজকের ঘটনাকেও সে দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করবে সিবিআই৷ 

এদিকে এখনও নিজাম প্যালেসের বাইরে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় রয়েছে৷ এবার হয়তো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ধীরে ধীরে এখানে অশান্তি কম করার নির্দেশ পাঠাতে শুরু করেছে৷ নিজাম প্যালেসের বাইরের গন্ডোগোল যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে৷ কারণ এখানে একদিকে আবেগ কাজ করছে অন্যদিকে, যে ভাবে নেতাদের গ্রেফতার করা হয়েছে তাতে প্রতিবাদের সুর চড়া হতে পারে৷ কিন্তু এখানে যত বেশি গন্ডোগোল হবে, সেটা আইনগত দিক থেকে সিবিআই-এর পক্ষেই যাবে৷ সিবিআই তখন এই যুক্তি দেখাতে পারে, এরা এতটাই শক্তিশালী যে এই নেতাদের এখানে রেখে তদন্ত করা হোক৷

 
এদিকে নিজাম প্যালেসের মূল গেটের দায়িত্ব এখন সামলাচ্ছে কলকাতা পুলিশ ও তাদের কর্তারা৷ কেন্দ্রীয় বাহিনীকে দূরে রাখা হয়েছে৷ কারণ তাদের দেখে উত্তেজনায় ধেয়ে আসছে দলীয় সমর্থকরা৷ কেন্দ্রীয় বাহিনীও নির্বিচারে লাঠি চালাচ্ছে৷ বেশ কয়েকজন আহতও হন৷ তবে এখন উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত করা গিয়েছে৷  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *